Mon Phagun: সুখবর! ভক্তদের নস্টালজিয়া উস্কে আসতে চলেছে এই জনপ্রিয় পুরোনো জুটি ঋষি পিহু
আমাদের বাংলা টেলিভিশন (Bengali Television) দুনিয়ায় এমন বেশ কিছু ধারাবাহিক রয়েছে যেগুলি দর্শকদের মনে চিরকালীন হয়ে গেঁথে গেছে। দর্শকরা সেই চরিত্রগুলিকে নিজেদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছেন। আর যথারীতি সেই ধারাবাহিকগুলির বন্ধের খবরে তীব্র আশাহত হন ভক্তরা। নতুন ধারাবাহিক আসে যায় কিন্তু সেই পুরনো ধারাবাহিক, সেই পুরনো চরিত্রগুলি থেকে বেরোতে পারেন না ভক্তরা।
চ্যানেল, প্রযোজনা সংস্থার কাছে তাঁরা বারবার অনুরোধ জানান যেন সেই পুরনো চরিত্রগুলিকে আবারও পর্দায় ফিরিয়ে নিয়ে আসা হয়। আসলে সেই পুরনো ম্যাজিক, সেই নস্টালজিয়াকে আরও একবার উপভোগ করতে চান তাঁরা। আর বাংলা টেলিভিশনে চিরকালীন হয়ে থাকা ধারাবাহিকের অভাব নেই। এমন বহু ধারাবাহিক জুটি রয়েছে যাঁদের বাস্তব জীবনেও একসঙ্গে দেখতে চেয়েছেন বহু দর্শক। রিল আর রিয়েলের মধ্যেকার পার্থক্য যেখানে ঘুচে গেছে। আর এমনই একটি ধারাবাহিক হলো সৃজলা গুহ ও শন ব্যানার্জি অভিনীত ধারাবাহিক ‘মন ফাগুন।’
অত্যন্ত তাড়াতাড়ি এই ধারাবাহিকের সমস্ত চরিত্রগুলি দর্শকদের মন জিতে নিয়েছিল। ঋষিরাজ ও পিহুর প্রেমে মজে ছিল বাঙালি দর্শক। বিরাট ফ্যান ফলোয়িং ছিল এই ধারাবাহিকের। স্টার জলসার সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিক আজ থেকে প্রায় ছয় মাস আগেই বন্ধ হয়ে গেছে। এই ধারাবাহিক বন্ধের খবরে রীতিমতো ভেঙে পড়েছিলেন এই ধারাবাহিকের ভক্তরা। বিভিন্ন সময়ে বারবার তাঁরা সৃজলা ও শনকে অন্য কোনও ধারাবাহিকে জুটি হিসেবে দেখার অনুরোধ জানিয়েছিলেন চ্যানেলের কাছে। আসলে এই জুটি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। বারবার তাঁরা ‘মন ফাগুন ২’ নিয়ে আসার আবেদন করেছিলেন চ্যানেল ও প্রযোজনা সংস্থার কাছে
আর এবার শোনা যাচ্ছে দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আসতে চলেছে ‘মন ফাগুন ২।’ শোনা যাচ্ছে পরকীয়ার আখড়া লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক ‘গুড্ডি’ শেষ হয়ে এবার আসতে চলেছে এই ধারাবাহিক। দর্শকদের কাছে অত্যন্ত নোংরা ধারাবাহিক ‘গুড্ডি।’ আর তাই এই ধারাবাহিক সত্ত্বর শেষ করার আবেদন দীর্ঘদিন ধরেই জোরালো হচ্ছিল। এবার দেখা যাক সেই ইচ্ছাপূরণ হয় কিনা!
সোশ্যাল মিডিয়া সূত্রে খবর, ‘পিহুরাজ ফ্যানদের জন্য সুখবর। স্বনামধন্য ম্যাজিক মোমেন্টস এর হাত ধরেই পিহুরাজ জুটি আবারও ফিরছে স্টার জলসার পর্দায়। শোনা যাচ্ছে আগামী মে মাসেই প্রমো শুট হবে। নতুন ধারাবাহিকটি গুড্ডি -র স্লটে আসার সম্ভাবনা বেশি। কারণ, গুড্ডি শেষ হতে চলেছে।’