‘পাপা কি পরী’ আলিয়ার সপাট জবাব কঙ্গনাকে! কলকাতায় এসে দিলেন যোগ্য উত্তর,শোনালেন গীতার বাণী

মুক্তির দিন গুণছে আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। গঙ্গুবাই- এর মত একটি বলিষ্ঠ চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে এবার তাঁকেও একহাত নেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ‘পাপা কি পরী’, ‘রমকম বিম্বো’ বলে কটাক্ষ করেন আলিয়াকে। এতদিন সেই জবাব দেননি আলিয়া এবার কলকাতায় ছবির প্রচারে এসে এর উত্তর দিলেন তিনি। গীতার বাণীর মতো কথা শোনালেন তিনি।

কঙ্গনা বলেছেন “এই শুক্রবার ২০০ কোটি টাকা পুড়ে ছাই হবে। এক পাপা কি পরীর জন্য (যে নাকি এখনও ব্রিটিশ পাসপোর্ট রাখে)। কারণ পাপা প্রমাণ করতে চান তাঁর রমকম বিম্বো অভিনয়ও করতে পারে। ভুল কাস্টিং এ ছবির সবচেয়ে বড় খামতি। এরা শোধরাবে না। এই জন্যই হলিউড আর দক্ষিণী সিনেমাগুলো বেশি হল পায়। মুভি মাফিয়া যতদিন ক্ষমতায় আছে বলিউডের সর্বনাশ অবধারিত।” আলিয়া উত্তর দেন “যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন, মনুষ্যের মধ্যে তিনিই বুদ্ধিমান, তিনিই যোগী।” অর্থাৎ সরাসরি তিনি খোঁচা দিলেন কঙ্গনাকে।

Alia Bhatt

সামনে আসতে চলেছে কঙ্গনার শো লক আপ। সেখানে জেলে ঢোকানো হবে ১৬ জন তারকাদের। তাঁরা জেলে থাকবেন ৭২ দিন ধরে। সেই সময়ে তাঁদের নানা গোপন তথ্য ফাঁস করবেন কঙ্গনা।

Alia Bhatt

You cannot copy content of this page