এবার সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ড উঠেছে কাঁচা বাদাম গানের। ভুবন বাদ্যকরের বাদাম বিক্রি সঙ্গে মিলিয়ে গান গাওয়া বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারকা থেকে সাধারণ মানুষ সকলেই সেই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন। এমনকি বাংলার সীমান্ত ছাড়িয়ে সেই গানের উন্মাদনা এবার দক্ষিণ ভারতে আছড়ে পড়লো। দক্ষিণের সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের ছোট মেয়ে এবার কোমর দোলালো এই গানের সুরে।
ছোট্ট মেয়ে আরহা একটি ছোট্ট হ্যালো কিটি পোশাক পড়ে নাচ করছে। সেই সঙ্গে তার প্রাণবন্ত হাসি তো রয়েছেই। এর আগেও মেয়ের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। তবে এই ট্রেন্ডি গানে মেয়ের নাচ পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায় নেটিজেনদের মধ্যে। শহরের বেশ প্রশংসা করেছে আরহার নাচের। ‘মাই লিটল বাদাম আরহা’ এমনটাই ক্যাপশনে লিখে এই ভিডিও পোস্ট করেছেন আল্লু অর্জুন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সকলেই নায়কের মেয়েকে ভালোবাসায় ভরিয়ে দেয়।
আসলে যাঁরা বাংলা ভাষা বোঝেন না তাঁদের কাছেও এই গানটি বেশ জনপ্রিয়। কারণ এই বিশেষ গানের সুর বেশ প্রাণবন্ত। এই গানের স্রষ্টা নিজেও বেশ ভাইরাল হয়েছেন গানটি গেয়ে এবং অদ্ভুতভাবে বাদাম বিক্রি করে। এর আগেও মেয়ের ছবি পোস্ট করেছেন নায়ক।ফুলের পাপড়ি দিয়ে লেখা ছিল ‘ওয়েলকাম’। হাতের এই কাজটি নায়কের মেয়েরই।
View this post on Instagram






‘একই লোকের সঙ্গে দশ বছর সংসার, সুস্থ মানুষ পারে নাকি!’ ‘এতদিন একই স্বামী অসম্ভব, পাগলামির লক্ষণ!’ বিবাহিত জীবন নিয়ে বন্ধু সৌমিলিকে মজার খোঁচা গায়িকা ইমন চক্রবর্তীর!