দামি কোন খাবার নয়, হঠাৎ পাত পেড়ে বাঙালির পান্তাভাত চেটেপুটে খেলেন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা

বাঙালির নববর্ষের রেশবএখনো কাটেনি। আর বাঙালি মানেই মাছ-ভাত আর পান্তা ভাত।

কিন্তু এই বাঙালির ছোঁয়া লেগে গেল নাকি অভিনেত্রী অনুষ্কা শর্মার? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিশেষ পোস্ট। নায়িকা নিজে এই পোস্ট করেছিলেন। তাতে ছিল পান্তা ভাতের ছবি। আর তারপরেই চক্ষু ছানাবড়া বাঙালিদের। হঠাৎ কেন পান্তাভাত প্রিয় হয়ে উঠল নায়িকার?

সম্প্রতি এলাহী খাবার ছেড়ে সাদামাটা খাবার খাওয়া অভ্যাস করছেন নায়িকা। নায়িকা সোশ্যাল মিডিয়া থেকে এমনটাই স্পষ্ট হয়ে উঠল। এর আসল রহস্য হলো নায়িকার পরবর্তী সিনেমা।

ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ নিয়ে আসছেন অনুষ্কা। সেই সূত্রেই হয়তো বাঙালিয়ানা ট্রাই করতে চাইছেন তিনি। আর তাই এমন পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। একেবারে বাঙালিয়ানায় ভরপুর পান্তাভাতের সঙ্গে বেগুন ভাজা, আলু চোখা আর বড়া ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ছবি পোস্ট করেছেন।

anushka sharma

এমন একটা খাবারের থালা পেলে বাঙালি বর্তে যায়। আর অনুষ্কার মতো নায়িকারা সেই খাবার খাচ্ছেন দেখে অবাক হওয়ারই কথা। অভিনন্দন জানিয়েছেন তাঁর নাকি বেশি পছন্দ হয়ে গিয়েছে এই খাবার।

You cannot copy content of this page