সুখী দাম্পত্যের আড়ালে চলছে রগরগে পর’কীয়া! নিজের বোনের হবু বরের সঙ্গে ঘ’নিষ্ঠ মুহূর্তে ধরা পড়ে গেলেন দীপিকা পাড়ুকোন

করোনাকালে এখনো ঘরবন্দি মানুষ। তার প্রভাব পড়ছে মানুষের ব্যক্তিগত সম্পর্কে। করোনাকালে মানুষ নিজেদের চাহিদা বুঝতে পারছে এবং ফোনের মাধ্যমে শুরু করছে পরকীয়া যেখানে তারা থাকতে পারবে এক রঙিন আশ্চর্য জগতে। এরকমটাই ঘটছে বাস্তবে, আর তার ছাপ এবার করল দীপিকা পাড়ুকোনের জীবনে। রণবীর সিংয়ের সুন্দরী স্ত্রী জড়িয়ে পড়লেন পরকীয়াতে! নিজের বোনের হবু বরের সঙ্গে জোরালো হল তার রগরগে ঘ’নিষ্ঠতা।

না না এই ঘটনাকে আবার আপনি আসল বলে ভাববেন না। অসুখী দাম্পত্য, তারপর পরকীয়া এবং তার থেকে বাঁচার অবলম্বন খুঁজে পাওয়া এই নিয়ে তৈরি হয়েছে দীপিকা পাড়ুকোনের আগামী ছবির গল্প। ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে অনন্য গল্প নিয়ে তৈরি গেহরাইয়া।আর তার ট্রেলার মুক্তি পেল গতকাল যা দেখে একটু হলেও চমকে গেছেন সাধারণ মানুষ।

2 মিনিট 42 সেকেন্ডের এই ট্রেইলারটিতে ধরা পড়েছে সম্পর্কের নানা চেনা-অচেনা দিকগুলো।ছবির গল্প অনুসারে দীপিকা অভিনীত চরিত্র ‘আলিশা’ তার খুড়তুতো বোন ‘টিয়া’র হবু বর ‘জায়েন’ এর প্রেমে পড়ে। তাদের সম্পর্ক গভীর হয়। আলিশা, জায়েনের উদ্দাম যৌনতার কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে ট্রেলারে। এর পরে কি হবে তা জানতে গেলে আপনাকে ফেব্রুয়ারি মাসে দেখতে হবে এই সিনেমাটি।

পরিচালক শকুন বাত্রার কথায়, বর্তমানের প্রাপ্তবয়স্ক সম্পর্ক গুলির একটি আয়না হিসেবে কাজ করবে এই সিনেমাটি। ছবিতে দীপিকা এবং সিদ্ধান্ত চতুর্বেদী ছাড়াও অভিনয় করছেন অনন্যা পান্ডে।আলিশার স্বামীর ভূমিকায় অভিনয় করছেন ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত অভিনেতা ধৈর্য্য কারওয়ার। দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাসিরুদ্দিন শাহ এবং রজত কাপুর।

You cannot copy content of this page