হঠাৎ করে বিরাট ধোনিদের সঙ্গে নাচ করলেন কঙ্গনা!লক আপে ভরবেন নাকি তাদের? ব্যাপারটা কী?

সোশ্যাল মিডিয়াতে এখন বরাবর আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি শুরু হয়েছে তাঁর রিয়ালিটি শো লক আপ। তারপরে আরো বেশি আলোচনায় উঠে এসেছেন এই নায়িকা।

সম্প্রতি নায়িকা নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি ধ্বনির মতো তারকারা রয়েছেন তাঁর সঙ্গে। কুইন সিনেমার লন্ডন ঠুমাক দা গানে নাচ করছেন সবাই।

কুইনের লুকেই দেখা গিয়েছে নায়িকাকে। আসলে কুইন সিনেমার আট বছর সম্পূর্ণ হওয়ার উপলক্ষে ছবিটি শেয়ার করেছেন নায়িকা। কঙ্গনা ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেন ২০১৪ সালের ৭ মার্চ একটা ছবি মুক্তি পায় যার নাম কুইন।

সেটাই নাকি তাঁর। জীবন বদলে দেয়। এরপর তিনি দাত্ত, মণিকর্ণিকা, থালাইভি নামক নান বড়ো সিনেমায় কাজ করেছেন তবে তাঁর বিশ্বাস সবাই তাকে কুইন হিসেবেই মনে রাখবে।

চলচ্চিত্র সমালোচক থেকে দর্শক প্রত্যেকেই এই সিনেমায় অভিনয়ের প্রশংসা করেছিলেন। বক্সঅফিসেও ব্যাপক সাফল্য পেয়েছিল সিনেমাটি। নায়িকা পেয়েছিলেন জাতীয় পুরস্কার।

Bollywood

You cannot copy content of this page