শারদা পন্ডিতের হত্যা দেখে অনেকেই ভারাক্রান্ত হয়েছে। তবে এটি কোন কাল্পনিক চরিত্র নয় বাস্তবেই এমনটি ঘটেছিল। গিরজা টিক্কু নামক একজন এর আদলে তৈরি করা হয়েছে এই চরিত্রটি। সম্প্রতি তাঁর ভাইঝি নিজের সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন এই নিয়ে।
ভাইজির নাম সিদ্ধি রায়না। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন দ্য কাশ্মীর ফাইলস সারা বিশ্বে মুক্তি পেয়েছে। আমেরিকাতে বসে ছবিটি দেখেছেন তিনি এবং তাঁর মনে পড়ে গিয়েছে নিজের পিসির কাহিনী। আসলে কী ঘটেছিল তার পিসির সঙ্গে?
বিষয়টি এতটাই স্পর্শকাতর ছিল যে পরিবারের কেউ মুখ খুলতে চাইতো না। একদিন কর্মস্থল থেকে বেতন আনতে যাচ্ছিলেন সেই সময় বাস থেকে জোর করে নামিয়ে কয়েকজন তুলে নিয়ে যায়। একজন ছিল তাঁরই সহকর্মী। তারপরেই ধ’র্ষণ করা হয় তাঁর পিসিকে। কিন্তু এতেই শেষ নয় ধর্ষ’করা মেরেও ফেলেছে তাঁকে।
সিনেমাটি গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার কথা গল্পে স্থান পেয়েছে। সিনেমা সমালোচক থেকে শুরু করে দর্শকরা প্রত্যেকেই সিনেমার প্রশংসা করেছেন এত কঠোর সত্য সামনে আনার জন্য।