একদিকে কাশ্মীর ফাইলস আরেকদিকে কঙ্গনার লক আপ, মাত্র ১৯ দিনে ১০০ মিলিয়ন ভিউ কঙ্গনার শোয়ের! কাঁপিয়ে দিলেন কুইন

খুব বেশি দিন হয়নি রিয়ালিটি শো লক-আপ শুরু হয়েছে। এর মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই রিয়েলিটি শো। তারকাদের বিভিন্ন বিতর্কিত মন্তব্যের পাশাপাশি রয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঞ্চালনা যা এই শোয়ের মূল টিআরপি হয়ে উঠেছে।

তাইতো মাত্র ১৯ দিনে প্রথম সিজনেই কামাল করে দেখিয়ে দিল এই রিয়েলিটি শো। বিগ বস এর পর এই প্রথম কোনো রিয়ালিটি শো ডিজিটাল পর্দা এভাবে কাঁপিয়ে দিল।

২৭ ফেব্রুয়ারি প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছিল। মাত্র ১৯ দিনে ১০০ মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে Ei রিয়্যালিটি শোয়ের যা খুব সাধারন ব্যাপার নয়। অভিনেত্রী কঙ্গনা রানাউতের কেরিয়ারে বিশাল সাফল্য এনে দিয়েছে এই রিয়েলিটি শো তা এখন বলাই বাহুল্য।

প্রযোজক একতা কাপুর নিজেই এই খুশির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি লিখেছেন লক আপ পার করে ফেলল ১০০ মিলিয়ন। মাত্র ১৯ দিনে রেকর্ড গড়েছে। ভারতীয় OTT তে সর্বাধিক দেখা রিয়ালিটি শো লক আপ।

এই সাফল্যের পর সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স উপচে পড়েছে শুভেচ্ছা বার্তায়। অভিনেত্রী কঙ্গনা নিজে এই পোস্টে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন জয় মাতা দি। এছাড়াও বলিউডের অনেক তারকারও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। একজন আবার লিখেছেন বিগ বসের নির্মাতারা পরের সিজন সঞ্চালনা করতে কঙ্গনাকে ফোন করলে বলে।

 

View this post on Instagram

 

A post shared by Erk❤️rek (@ektarkapoor)

You cannot copy content of this page