গোটা দেশ এখন দুটো জ্বরে আক্রান্ত। এক হলো করোনা জ্বর আর দ্বিতীয় হলো দক্ষিণ ভারতীয় ছবি পুষ্পা। আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা অভিনীত এই ছবি গোটা দেশে যেভাবে সাড়া ফেলেছে গত একমাস ধরে তা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। এই সিনেমার গান শ্রীভল্লি, উ আন্টাভা, সামি সামি প্রত্যেকটাই সুপার ডুপার হিট। অনেকেই এই গানগুলোর সঙ্গে রিল ভিডিও পোস্ট করছেন বানিয়ে। সেলিব্রিটিরাও সেই তালিকা থেকে পিছিয়ে নেই।সম্প্রতি সেই তালিকায় নাম লেখালেন নেহা কক্কর যদিও তার নাচের ভিডিওর জন্য তাকে হতে হল তুমুল ট্রোলড।
সমুদ্রের ধারে বালিতে অদ্ভুত ভঙ্গিমায় উ আন্টাভা গানে নেচেছেন নেহা কক্কর সবুজ কুর্তি এবং প্যান্ট পরিহিত সেই নাচ দেখে হেসে মরে যাচ্ছেন নেটিজেনরা। কয়েক জন কমেন্ট করেছেন যে আপনি বালিতে কী খুঁজছেন? অনেকে আবার বলছেন কারোর বাচ্চা হারিয়ে গেছে? অধিকাংশটাই বলছেন যে এটা আবার কেমন নাচ হলো?
View this post on Instagram
View this post on Instagram
যদিও নেহা কক্কর নিজে এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন যে তিনি পুষ্পা দেখে অভিভূত হয়েছেন এবং পুষ্পা কে তিনি নিজের এই নাচ উৎসর্গ করছেন।পুষ্পা তার এতই ভাল লেগেছে যে তিনি এই নাচ টুকু করেই পুষ্পার টিমকে খুশি করতে চান। যদিও নেটিজেনরা তার এই নাচকে মোটেও ভাল চোখে দেখেননি।
“আমি এতদিন যা বলেছি ঠিক বলেছি…কোনও আক্ষেপ নেই, আবারও বলব!” “আজকাল কেউ কু’কুরকে “কু’কুর” বললেও লোকে তেড়ে আসে!”— দীর্ঘদিনের বিতর্ক নিয়ে অকপট মমতা শঙ্কর! সমালোচনার জবাবে মুখ খুলতেই ফের জড়ালেন নয়া বিতর্কে!