বেশি পরিমাণে যৌ’ন’তার ফল, বেবি বাম্প ছাড়াই রাতারাতি মা বনে গেলেন প্রিয়াঙ্কা চোপড়া! শুভেচ্ছা জানালেন বাবা নিক জোনাসকেও

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা চোপড়া। যদিও তিনি এখন বলিউডের থেকে হলিউডেই বেশি মন দিয়েছেন। সাগরপাড়ে বিখ্যাত গায়ক নিক জোনাসের সঙ্গে ঘরকন্না করছেন প্রিয়াঙ্কা।আর শুক্রবার মাঝরাতে তিনি দিলেন সুখবর। মা হলেন পিগি চপস।

ইনস্টাগ্রামে তিনি পোস্ট দেন যে, সারোগেসির মাধ্যমে তিনি এবং নিক জোনাস একজন সন্তান নিয়ে এসেছেন তাদের জীবনে‌। এখন যেন তাদের প্রাইভেসি বজায় রাখতে সকলে সাহায্য করেন কারণ এখন তিনি পরিবার তৈরিতে মনোনিবেশ করতে চান। সন্তানের লিঙ্গ তিনি এখনো প্রকাশ্যে আনেননি।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

স্বাভাবিকভাবেই তার এই পোস্টের জন্য প্রস্তুত ছিলেন না কেউই‌। তবে পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাতে লাইক কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন নিক এবং প্রিয়াঙ্কাকে। স্বামী-সন্তানকে নিয়ে প্রিয়াঙ্কার সংসার সুখের হোক এমনটাই চাইছেন সকলে।

You cannot copy content of this page