সারা শরীরে বাসন বেঁধে হাস্যকর অশ্লী’ল ইঙ্গিতপূর্ণ নাচ রাখি সাওয়ান্তের! নেটিজেনরা অবাক এবং লজ্জিত

মাঝে মাঝেই নিজের নানা বিস্ফোরক বক্তব্য এবং কীর্তির জন্যে ভাইরাল হন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার আবার এক অদ্ভুত কাজ করলেন তিনি। এবার শরীরে বাসন বেঁধে ভাইরাল হলেন রাখি। এই কীর্তি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ইনস্টাগ্রামে নায়িকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সারা শরীরে নানারকমের বাসন বেঁধে রেখেছেন তিনি। এক হাতে রয়েছে হাতা, অন্য হাতে রয়েছে বড় চিমটে। বাসনগুলো বাজাতে বাজাতে রীতিমত নাচানাচি করছিলেন রাখি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এটি। এমন অদ্ভুত পোশাকে নাচ দেখে হাসছে সবাই। নায়িকা নিজেই সেই নাচ উপভোগ করেছেন। কিন্তু নেট দুনিয়ায় সকলেই সেই নাচ মজার সঙ্গেই উপভোগ করেছে।

কিন্তু তাতেও বেশ কিছু কটাক্ষ উড়ে এসেছে নায়িকার প্রতি। একাধিক মানুষ সমালোচনা করেছে এই ভিডিও নিয়ে। কিন্তু এই সব সমালোচনার কোনো জবাব দেননি রাখি সাওয়ান্ত। কারণ বরাবর তাঁকে নিয়ে নানারকম সমালোচনা হয়। তাই এখন তিনি আর কোনো পরোয়া করেন না এই বিষয়গুলোকে।

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

You cannot copy content of this page