অভিনেত্রী রাখি সাওয়ান্ত যে বলিউডের অন্যতম বিতর্কিত চরিত্র তা আর বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন সময় তার বিভিন্ন ক্রিয়া-কলাপ এবং বিভিন্ন বক্তব্য বিতর্ক এবং উত্তেজনার সৃষ্টি করেছে। কেরিয়ারেরর শুরু থেকেই রাখি একেবারে সোজাসুজি কথা বলতে ভালোবাসেন। এই যেমন, এক সাক্ষাৎকারে বলিউড ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া নিয়ে মুখ খুললেন নায়িকা।
খুব কম বয়সে নায়িকা করিয়েছেন ব্রে’স্ট সার্জারি। সেই কথা অকপটে স্বীকার করে নিলেন রাখি। মাত্র ১৫ বছর বয়সেই বক্ষ প্রতিস্থাপন করাতে হয়েছে। খুব অল্প বয়স থেকেই সিনেমায় অভিনয় করার ইচ্ছে জন্মেছিল নায়িকার মনের মধ্যে। কিভাবে বলিউডে প্রবেশ করা যায় তা নিয়ে একজন তাঁকে পরামর্শ দিয়েছিলেন যে নিজের শরীরকে বদলে আরো আবেদনময়ী করে তুলতে পারলেই সেটা সম্ভব। বিশেষ করে স্ত’ন বড় করতে হবে তাঁকে। আর সেটা শোনামাত্রই কষ্ট হলেও সেটা করিয়েছেন রাখি।
View this post on Instagram
তবে এত কম বয়সে অপারেশন করানোর ফলে খুব ভয় পেয়েছিলেন প্রথমে। কষ্টও হয়েছিল তাঁর। কিন্তু সবটাই নায়িকা করিয়েছেন নিজের কেরিয়ারের জন্য। এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক কথা বলেছেন নায়িকা।
View this post on Instagram






“আগে মা-বাবারা গল্প পড়ে শোনাতেন, এখন বাচ্চারা বিরক্ত করলেই মোবাইল ধরিয়ে দেয়!” “বাচ্চারা চুপ করলেও জ্ঞানের বিকাশ কি হয়?”— বর্তমান প্রজন্মের অভিভাবকদের সংবেদনশীলতা নিয়ে খোঁচা শ্রীকান্ত আচার্যের! প্রজন্মের বদলে যাওয়া শিক্ষার ধরণেও কি খেদ পড়ছে?