“তিনি যাকে পান, তার সঙ্গেই শুয়ে পড়েন”— অনস্ক্রিনে প্রেম, অফস্ক্রিনে নোংরামি! ইন্ডাস্ট্রির এক স্বনামধন্য অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর!

বিনোদন জগতে (Entertainment Industry) শুধু পর্দায় নয়, অনেক সময় পর্দার বাইরেও থেকে যায় সেই চেনা রসায়নের রেশ। অথচ সেই রসায়নের আড়ালেই যদি লুকিয়ে থাকে ঘৃণা, অবিশ্বাসের বিষ? সম্প্রতি এমনই এক ঘটনা সাড়া ফেলে দিয়েছে, যা সামনে আসতেই ভেঙে পড়েছে দর্শকের স্বপ্নের জগৎ। একসময় যারা একে অপরের চোখে চোখ রেখে প্রেমের(Romantic) সংলাপ বলতেন, একে অপরের সুখ দুঃখের সঙ্গী ছিলেন, আজ সেই দু’জনের মাঝেই যেন তৈরি হয়েছে চরম দূরত্ব! যা শুনে শিউরে উঠছে হাজারো অনুরাগী।

সমাজ মাধ্যম এমন একটি জায়গা, যেখানে পুরোনো স্মৃতি অনেক সময় নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে আসে। তবে কখনও সেই স্মৃতি জন্ম দেয় বিতর্কের। সম্প্রতি একটি জনপ্রিয় ধারাবাহিকের রোমান্টিক দৃশ্য নিয়ে নির্মিত একটি ভিডিও ভাইরাল হয় এক ফ্যান পেজে। অনস্ক্রিন প্রেমের মুহূর্তে ভরপুর সেই ভিডিও আবারও ফিরিয়ে এনেছিল চেনা জুটির পুরোনো স্মৃতি। কিন্তু সেটাই যেন হয়ে দাঁড়াল ঝড়ের সূচনা।

এই ভিডিও ঘিরেই ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী নিজে। বারবার অনুরোধ করার পরও কেন এমন ভিডিও পোস্ট হচ্ছে, তা নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করলেন তিনি। প্রথমে ক্ষোভ ছিল সেই ভিডিওর প্রতি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুরো ঘটনা মোড় নেয় বিস্ফোরক এক পথে। অভিনেত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, পর্দার সেই প্রেম শুধু অভিনয়ের অংশ ছিল, বাস্তবে তার ছিটেফোঁটাও ছিল না।

এবং এখানেই শেষ নয়, একাধিক অভিযোগ তুলে ধরলেন তিনি তাঁর প্রাক্তন সহ-অভিনেতার বিরুদ্ধে। এমনকী ব্যক্তিগত জীবন ও ইন্ডাস্ট্রিতে সেই অভিনেতার কর্মকাণ্ড নিয়েও বললেন অকপটে। তিনি বলেন, “এমন একজন পুরুষের সঙ্গে তাঁর রোমান্টিক ভিডিও পোস্ট করা হচ্ছে, যে যাকে পাচ্ছে, তার সঙ্গেই শুয়ে পড়ছে”—এই ভাষায় ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।

এখানেই খোলসা হয় ঘটনাটা। যাঁদের ঘিরে এই বিতর্ক, তাঁরা হলেন ‘বেইন্তেহা’ ধারাবাহিকের জনপ্রিয় জুটি—জারা ও আলি। পর্দায় তাঁদের রোমান্স একসময় দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। সেই সময় এই জুটির রসায়নকে বাস্তব বলেও ধরে নিয়েছিলেন অনেকেই। কিন্তু আজ অভিনেত্রী প্রীতিকা রাওয়ের মুখ থেকে শোনা গেল একেবারে উল্টো সুর। আর যাঁর বিরুদ্ধে এই বিস্ফোরক মন্তব্য, তিনি হলেন অভিনেতা হর্ষদ অরোরা।

আরও পড়ুনঃ মোহনার হাত ধরে বাড়ি ফিরল আদৃত, কিন্তু সেবন্তিকে কথা দিয়ে অপেক্ষায় শুভ! এবার ফিরবে কি আদৃতের স্মৃতি?

প্রসঙ্গত, প্রীতিকা রাও বলিউড অভিনেত্রী আমৃতা রাওয়ের বোন। তিনি নিজেও দীর্ঘদিন টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, তবে এই ঘটনার পর তাঁর অনুরাগীরা বেশ হতবাক। অনেকেই প্রশ্ন তুলছেন—যেখানে একসময় এত জনপ্রিয় ছিলেন এই জুটি, সেখানে এমন ব্যক্তিগত কাদা ছোঁড়াছুঁড়ি ঠিক কতটা প্রয়োজনীয়? আবার অনেকেই বলছেন, বাস্তবের চিত্র তুলে ধরে প্রীতিকা সত্যিকারের সাহসিকতার পরিচয় দিলেন।

You cannot copy content of this page