ফিনফিনে স্বচ্ছ প্লাস্টিকের প্যান্ট পরে রাস্তায় নেমে পড়লেন উরফি! আবার ভাইরাল ভিডিও

উরফি জাভেদকে চেনে না এখন আর এমন কেউ নেই। পোশাকের জন্য হামেশাই ভাইরাল হয়ে থাকেন তিনি। আর তাই এখন মানুষ তাঁর নাম শুনলেই বুঝা যায় কেন আবার ভাইরাল হয়েছেন বলিউডের এই মডেল এবং বিগ বসের প্রাক্তন প্রতিযোগী।

বিভিন্ন ধরনের অভিনবত্ব আনেন তিনি নিজের পোশাকে। তবে সেগুলি সবকটাই মানুষকে হয়রান করে দেয়। এবার আবার একবার ভাইরাল হয়ে গেলেন উরফি।

শুক্রবার তাঁকে ফের দেখা গেল এক অদ্ভুত পোশাকে। অদ্ভুত রকমের স্বচ্ছ প্যান্টে গোলাপি-বেগুনি আভায় হলোগ্রাম ছাপ করা রয়েছে।

ম্যাচিং ব্রালেট টপ পরেছেন উপরে। স্বচ্ছ প্যান্টের ফাঁক দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে অন্তর্বাস। রীতিমত তোলপাড় সৃষ্টি করলেন সোশ্যাল মিডিয়ায়। কেউ তো আবার উরফির এই রূপ দেখে বলে বসল RIP ফ্যাশন। এর বাংলা করলে দাঁড়ায় ফ্যাশনের বারোটা বেজে গেল।

তবে যাঁকে নিয়ে এত মন্তব্য তিনি কিন্তু এই মন্তব্যগুলিকে পাত্তা দেন না। তিনি নিজের মতোই পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন এবং সেটাই করে যান অনবরত। এটাতে কে কী বলল কার কী মনে হল তাতে কিছুই যায় আসে না উরফি জাভেদের। আর কত ধরনের এক্সপেরিমেন্ট করতে বাকি রয়েছে তাঁর সেটাই দেখতে উদগ্রীব নেটিজেনরা।

You cannot copy content of this page