ভাইজান সলমনের হুবহু নকল সৌরভ-দিতিপ্রিয়ার! দাদাগিরির মঞ্চে ফাঁস হলো একটি সিক্রেটও

জি বাংলার পর্দায় একটি জনপ্রিয় শো ‘দাদাগিরি’। এমন কোন বাঙালি সেলিব্রেটির নেই যিনি আসেননি সেখানে। এবার এলো রানি মা অর্থাৎ দিতিপ্রিয়ার। সঙ্গে এসেছিল অর্জুন, চিত্রাঙ্গদাও। সম্প্রতি রিলিজ হতে চলেছে ‘মুক্তি’ নামক ওয়েব সিরিজ। । তার মুখ্য কলাকুশলীরা এলো দাদাগিরিতে।

পরদার রানি মাকে উদ্দেশ্য করে বলেন মহারাজ বলেন যে দিতিপ্রিয়া এত সফল সিনেমা-টিভিতে, কিন্তু বাড়িতে মা ঠান্ডা রাখে তাকে। আর সৌরভের এই প্রশ্ন শুনেই করুণাময়ী স্টাইলে মজা করে দিতি বলে দেয়, ‘রক্ষে করো রঘুবীর’। সঙ্গে দাদার উদ্দেশ্যে সে প্রশ্ন করে যে ছোটবেলায় কি দাদাকে কখনও তাঁর মা ঠান্ডা রাখত? আর ঘাড় নেড়ে সৌরভের জবাব, ‘এখনও তিনিই রাখেন। তবে এখানেই শেষ নয়, এরপর সলমনের স্টাইলে সৌরভের সঙ্গে নাচের স্টেপে পায়ে পা মেলালো দিতিপ্রিয়া, চিত্রাঙ্গদা। ‘টাইগার জিন্দা হ্যায়’র গানে নাচ করলো সকলে মিলে। সৌরভের নাচ দেখে অবাক দর্শকরা।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই সৌরভ একটি সুখবর দিয়েছেন তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে। পর্দায় দেখা যাবে তাঁর বায়োপিক। পরিচালক এবং প্রযোজক কাজ শুরু করেছেন। এদিকে সৌরভ তাঁর জীবনের নানা তথ্য পৌঁছে দিয়েছেন তাঁদের কাছে। বছর দেড়েকের মধ্যে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন মহারাজ। তবে সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।

You cannot copy content of this page