সুখের সংসারে কালো মেঘ, বিয়ের এক বছরেই সম্পর্কে ফাটল! চতুর্থবার সম্পর্কে জড়ালেন কাঞ্চন— রেগে আগুন শ্রীময়ী!কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্কে কি ভাঙনের সুর? টলিপাড়ায় শুরু নতুন কানাঘুষো!

এত সুখী সংসার থাকার পরেও হঠাৎ কেন কাঞ্চনের (Kanchan Mullick) উপর এত রেগে আগুন হলেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj) ? সবাই ভাবছিলেন, তাঁদের জীবনে এখন শুধু আনন্দ আর ভালোবাসার রঙে ভরপুর দিন চলছে, তখনই আচমকা এক পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা! কী এমন ঘটল যে হাসিখুশি মুখের আড়ালে জমে উঠল ক্ষোভের আগুন— তা নিয়েই এখন সরগরম সমাজ মাধ্যম থেকে টলিপাড়া। এই পোস্টের পর টলিপাড়ায় ফের গুঞ্জন— কাঞ্চন-শ্রীময়ীর সুখের সংসারে কি তবে নতুন কোনও ঝড়ের আভাস? সংসার ভাঙছে তাঁদের?

প্রসঙ্গত, এক বছর আগেই আইনত বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টোরাজ। ক্লাস নাইনে পড়ার সময় শুরু হওয়া সেই বন্ধুত্ব ক্রমে গড়িয়েছিল বিশ্বাস আর ভালোবাসায়, আর শেষে পৌঁছেছিল চার হাত এক হওয়ার মঞ্চে। কিছুদিনের মধ্যেই তাঁদের জীবনে আসে কন্যাসন্তান কৃষভি (Krishvi), যার আগমনে তাঁদের সংসার আরও উজ্জ্বল হয়ে ওঠে। সমাজ মাধ্যমে প্রায়ই দেখা যায়—দু’জনের ছোট্ট পরিবারের নানান মুহূর্ত, যেখানে সুখের ছবিই ধরা পড়ে।

তবে কাঞ্চন মল্লিকের নামের সঙ্গে বিতর্ক যেন চিরসঙ্গী। শ্রীময়ীর আগে অভিনেতা দু’বার বিয়ে করেছেন— প্রথমে অনিন্দিতা দাসকে, পরে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে। দ্বিতীয় সংসারে একটি পুত্রসন্তানও আছে, যার নাম ওশ। কিন্তু সেই দাম্পত্যও শেষ পর্যন্ত টিকেনি। ছেলে এখন মায়ের কাছেই থাকে, আর কাঞ্চনের সঙ্গে তাঁর দেখা-সাক্ষাৎ নেই বললেই চলে— এমনই দাবি প্রাক্তন স্ত্রীর। এতসব ওঠানামা পেরিয়েও কাঞ্চন আবার নতুন করে সংসার গড়েছিলেন শ্রীময়ীর সঙ্গে, আর ভেবেছিলেন হয়তো এবার শান্তিই আসবে।

চলতি বছরের প্রেম দিবসেও দেখা গিয়েছিল, তাঁদের সম্পর্কের উষ্ণতা এখনও অটুট। প্রকাশ্যে একে অপরকে জড়িয়ে ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসা প্রকাশ— সবই ছিল যেন নতুন প্রেমের মতো। এমনকি নিজেদের ‘দ্বিতীয় ফুলশয্যা’র ছবিও ভাগ করে নিয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী! তবে, বারবার সমাজ মাধ্যমে কাঞ্চন এবং শ্রীময়ীকে নিয়ে বিভিন্ন বিতর্ক দানা বেঁধেছে। কখনও কাঞ্চনকে কাঠগড়ায় তোলা হয়েছে প্রথম সন্তানকে ভুলে যাওয়ার জন্য। কখনও শ্রীময়ীকে, কাঞ্চনের সংসার ভাঙার জন্য। তাতে অবশ্য কোনদিনওই ভালোবাসায় ভাটা পড়েনি তাদের।

আরও পড়ুনঃ টিআরপি তালিকায় ফের নাটকীয় রদবদল! ‘পরিণীতা’কে সরিয়ে আবার সিংহাসনে ‘পরশুরাম’! দুর্দান্ত চমক ‘চিরসখা’র, ‘রাণী ভবানী’ নতুন করে লড়াইয়ের ময়দানে! এবার তালিকায় কে কত নম্বরে এগিয়ে?

কিন্তু সেই ভালোবাসার ছবিতেই আচমকা কালো মেঘ! সম্প্রতি কাঞ্চনের একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে তিনি টলিপাড়ার দুই জনপ্রিয় অভিনেত্রী— অলিভিয়া সরকার ও শোলাঙ্কি রায়কে জড়িয়ে ধরে রয়েছেন। ছবিটি দেখেই শ্রীময়ী ক্ষোভ যেন আর চেপে রাখতে পারেননি। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, “কাঞ্চন আবার! প্লিজ আর না!”— সঙ্গে পোস্ট করেছেন সেই ছবিগুলিও। যদিও তিনি হয়তো মজার ছলেই এমন লিখেছেন, তবু তাঁর কথার ভঙ্গিতে ছিল একরাশ বিরক্তি। এখন পর্যন্ত অবশ্য কাঞ্চনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি, আর চতুর্থবার সংসার পাতার কোনো নিশ্চিত ইঙ্গিতও মেলেনি!