আমরা শুধুমাত্র বলিউড ফিল্ম নিয়ে মাতামাতি করি তবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিও বাইরের রাজ্যে বেশ জনপ্রিয়। ভোজপুরি সিনেমার গান আলাদা মাত্রা এনেছ বিনোদনের জগতে। বিয়েবাড়ি হোক বা ভাসান সর্বত্রই ভোজপুরি গানের ছড়াছড়ি।
ভোজপুরি সিনেমার অন্যতম বিখ্যাত নায়িকা হলেন মোনালিসা। তিনি আমাদের কাছে বিশেষ পরিচিত ঝুমা বৌদি হিসেবেই। নায়িকার শারী’রিক আবেদন উত্তেজনা বাড়ায় দর্শকদের মধ্যে। যে কোন সিনেমা বা মিউজিক ভিডিওতে তাঁর দেখা পেলেই ধন্য হয়ে যায় দর্শক। সম্প্রতি ইউটিউবে নায়িকার এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে বেশ কিছু খোলামেলা দৃশ্যে অভিনয় করেছেন নায়িকা। ভিডিও বর্তমানে রাতের ঘুম কেড়ে নিয়েছেন বহু যুবকদের।
গানের নাম মুয়াই দিহালা রাজা জি। ভিডিওতে মোনালিসার সঙ্গে দেখা গিয়েছে ভোজপুরি বিনোদন জগতের আরেক বিখ্যাত তারকা পবন সিংকে। দুজনের জমজমাট কেমিস্ট্রি ঝড় তুলেছে। গানটি বানিয়েছেন বিনয় বিহারী এবং সুরকার রাজেশ গুপ্তা। শুরুতেই মোনালিসা ও পবন বিছানায় ঘনি’ষ্ঠভাবে শুয়ে পড়েছেন। ভিডিওতে যৌ’ন আবেদনমূলক বেশ কিছু দৃশ্য রয়েছে। ফুলশয্যার রাতের দৃশ্য দেখা গিয়েছে।






“বাইরে ভালো মানুষের মুখোশ…কিন্তু ভিতরে ও মানুষ নয়, দা’নব একটা!” “মানসিক নির্যা’তন থেকে বাঁচতে, হাত জোড় করে ছেড়ে দিতে ভি’ক্ষা চাই!”— বিস্ফো’রক অভিযোগে সরব অভিনেতা সুরজিৎ সেনের স্ত্রী রীত মণ্ডল! উঠল নোং’রা মানসিকতার অভিযোগ, প্রকাশ্যে আনলেন চাঞ্চল্যকর তথ্য!