নাক কেটে করেছেন সোজা,’বেশ করেছি প্লাস্টিক সার্জারি করেছি’, শুধুমাত্র টাকার জোরে আজ বিশ্ব সুন্দরী হয়েছেন শিল্পা শেঠি!

তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী তবে এখন তার জীবনটা বিতর্কে ভর্তি। তিনি হলেন শিল্পা শেঠি কুন্দ্রা! রাজ কুন্দ্রাকে বিয়ে করে যিনি এখন বেজায় ফেঁসে গেছেন। স্বামীর প’র্নোগ্রাফি ভিডিও কারো সামনে আসার পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না শিল্পার। সঙ্গে আবার জুটেছে টাকা প্রতারণা করার অভিযোগ।

তবে আজকে আপনাদের শিল্পা শেঠির জীবনের কিছু পুরনো ইতিহাস জানানো যাক। যারা শিল্পাকে অনেকদিন আগে থেকে চেনেন তাঁরা সকলেই জানেন যে শিল্পাকে আজ যে রকম সুন্দরী দেখতে তিনি সেরকম সুন্দরী বরাবর দেখতে ছিলেন না। আজ থেকে বেশ কয়েক বছর আগে শিল্পাকে দেখতে মোটেই সুন্দর ছিল না।

Raj Kundra

সেই সময়ে শিল্পার যে ফটোগুলো দেখতে পাওয়া যায় তাদের দেখা যায় যে তার ভ্রূযুগল অনেকটাই মোটা, তার নাকটাও অনেকটা মোটা, ঠোঁটগুলো সরু সরু। সব মিলিয়ে তাকে দেখতে মোটেই ভাল ছিলনা। এরপর কয়েক বছর বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার পর নিজের চেহারায় কাঁচি চালান শিল্পা। ঠিক করেন যে তাকে সুন্দরই হতেই হবে। সেইজন্য প্লাস্টিক সার্জারি করান শিল্পা।Raj Kundra

প্লাস্টিক সার্জারি করার পর শিল্পাকে দেখতে হয়ে যায় অনবদ্য সুন্দরী। তার নাকটা হয়ে যায় সরু ও উঁচু। ভ্রূযুগল সুন্দর হয়ে যায়, ঠোঁটটাও তিনি ফুলিয়ে ফেলেন। এরপর থেকে থেকে দেখতে লাগে অনেক সুন্দর।Raj Kundra

তাকে একটা ইন্টারভিউ তে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি সত্যিই অস্ত্রোপচার করিয়েছেন কিনা, তখন শিল্পা শেঠি উত্তর দিয়েছিলেন, ‘হ্যাঁ, আমি তো অস্ত্রোপচার করিয়েছি তাতে কী হয়েছে?’ যদি এখন নিজের সৌন্দর্য ভুলে নিজের জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন শিল্পা শেঠি।

You cannot copy content of this page