শীতের দিনে ভালোবাসার উষ্ণতায় মাখামাখি শ্বেতা-রুবেল! একে অপরে ঘনিষ্ঠ হয়ে ঠোঁটে ঠোঁট নায়ক-নায়িকার, প্রকাশ্যে বিয়ের তারিখ

সম্পর্ক এখন টেকার থেকে ভাঙে বেশি। আর টলিউডে (Tollywood ) এই ঘটনা তো এখন আকছার ঘটে চলছে। এই হয়ত আজ এই নায়ক-নায়িকার মধ্যে রয়েছে গভীর প্রেমের সম্পর্ক, আবার কদিন সেই সেই প্রেম জানলা দিয়ে ফুরুৎ।তবে সম্পর্ক ভাঙা গড়ার এই খেলায় কারর কারর সম্পর্ক টিকে যায় এবং তা প্রেম থেকে দাম্পত্যে পরিপূর্ণতা পায়।

তবে গভীর প্রেম থেকে বিয়ে পর্যন্ত যাওয়ার প্রতিশ্রুতি দিয়েও কত যে সম্পর্ক ভেঙেছে তা হয়ত গুনে শেষ করা যাবে না। আবার প্রেম থেকে দাম্পত্যে পৌঁছেও সম্পর্ক ভেঙে যাওয়ার উদাহরণ রয়েছে। আবার চিরটাকালের মতো সেই দাম্পত্যে বেঁধে থাকার উদাহরণ‌ও রয়েছে‌। আর এবার কাজ করতে এসে সেই প্রেমে বাধা পড়ে এবার দাম্পত্যের সূচনা করতে চলেছেন টলিপাড়ার জনপ্রিয় দুই মুখ রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য।

Actress Sweta Bhattacharya and Actor Rubel Das will got married in January

নিম ফুলের মধু ও কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের দুই নায়ক-নায়িকা প্রেম করছেন অনেকদিন ধরেই। শ্বেতার সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করে রুবেল জানিয়েছিলেন, জি বাংলার সফল ধারাবাহিক যমুনা ঢাকি শুরুর অনেক আগে থেকেই পরিচয় ছিল তাদের। বারাসাতে নাচের স্কুলে একসঙ্গে নাচ শিখতেন তারা। তবে প্রেম পূর্ণতা পায় ধারাবাহিক থেকেই।

যদিও কোনদিনই নিজেদের প্রেম নিয়ে লুকোচুরি করেননি এই জুটি। নিজেদের ভালোবাসার ইজহার করেছেন প্রকাশ্যেই। সম্প্রতি বাগদান হয়েছে তাদের। ইতিমধ্যে গতকাল প্রকাশ্যে এসেছে তাদের প্রি ওয়েডিং ফটোশুট-এর বিভিন্ন মুহূর্ত। যেখানে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে আবদ্ধ হয়েছেন তারা।

আরও পড়ুনঃ বিয়ে বিভ্রাট! শুভ-আদৃতের সিঁদুর দানে বাধা, নিউইয়র্ক থেকে ধেয়ে আসছে ঝড়

তা কবে বিয়ে এই তারকা জুটির? এই বিষয়ে জানা গেছে , আগামী বছর অর্থাৎ সামনের মাসের ১৯ শে জানুয়ারি বিয়ে করছেন শ্বেতা-রুবেল জুটি। সূত্র মারফত প্রাপ্ত খবর অনুযায়ী, আগামী ১৯শে জানুয়ারি, রবিবারই চার হাত এক হবে দুজনের। অর্থাৎ সম্পর্কের পরিণতির আর মাত্র বাকি ২৮ দিন। তাদের বিয়ের জন্য উত্তেজনা ভুগছেন তাদের ভক্তরা।

You cannot copy content of this page