আপনি তো মিয়া খালিফা, বেশি বকেন কেন? বড় ফ্রেমের চশমা পরা নুসরাতকে তুলোধোনা নেটিজেনদের!
প্রায় দিনই মিডিয়ার লাইমলাইটে থাকেন অভিনেত্রী নুসরাত জাহান। সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে। অভিনেত্রী তাতে কর্ণপাত না করলেও, বিভিন্নভাবে কটাক্ষ করা হয় তাঁকে।
এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী নুসরাত জাহান। ক্যাপশনে তিনি যা লিখেছেন, তার বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘জনতার উদ্দেশ্যে সার ছুঁড়ে দিচ্ছি। যাতে তারা দ্রুত বেড়ে ওঠে।’ তিনি মূলত মানুষজনের মানসিকতার বদল ঘটাতে চান।
তবে তা উস্কে দেয় নেটিজেনদের। তাদের কটাক্ষে ভরে যায় অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। একাধিক জন কমেন্ট করেন, অভিনেত্রীর উচিত নিজের উদ্দেশ্যে কিছু সার দেওয়া। অন্যদিকে তিনি ছবিতে কালো ফ্রেমের চশমা পড়ে থাকায়, তাঁকে একজন প্রাক্তন পর্নস্টার ‘মিয়া খলিফার’ সঙ্গে তুলনা করতেও পিছপা হননি নেটিজেনরা। কিছু জন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্কের উপরেও মন্তব্য করেন।
আর বেশি দিন বাকি নেই সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী নুসরাত জাহান। কিন্তু এরই মধ্যে বিভিন্ন কটাক্ষের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী। এড়িয়ে গেলেও, পিছু ছাড়ছেনা সমালোচনা।
View this post on Instagram