শ্রুতির কালী ভক্তি! কেঁদে মা বড় মা’কে বলেছিলেন দেখা দেওয়ার কথা, তারপরই ঘটে অদ্ভুত কাণ্ড! কী হয়েছিল নায়িকার সঙ্গে?

উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, হাঁটু ছোঁয়া চুল – মাঝে মাঝে মনে হয় অভিনেত্রীর রূপ যেন মায়ের দান। ‘ঈশ্বর এক’ কথাটি মনেপ্রাণে বিশ্বাস করলেও, মা কালীর প্রতি অন্যরকম একটা টান অনুভব করেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। ছোটপর্দায় একাধিক বার দেবী কালীরূপে অভিনয় করেছেন। একবার জি বাংলায় মায়ের জীবন্ত রূপে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন।

Bengali Actress, Shruti Das, actress, Tollywood, বাঙালি অভিনেত্রী, শ্রুতি দাস, টলিউড

বিভিন্ন সময়ে মা কালীর নানান রূপে অভিনয় করেছেন শ্রুতি। একবার এক রূপটানশিল্পী তাঁকে মা ভবতারিণী সাজিয়েছিলেন। সকলে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। যখনই সেই সাজ নিয়ে বাড়ি ফিরতেন অভিনেত্রীর মা তাঁকে প্রণাম করতেন। মায়ের কাছে তিনি জীবন্ত দেবী কালিকা।

সুযোগ পেলেই মায়ের মন্দিরে যান শ্রুতি। দর্শন করেন, পুজো দেন। কাটোয়ার খ্যাপা কালীতলায় মাঝে মাঝেই যান। মা এখানে জাগ্রত। তবে একবার বড়মা দর্শনে গিয়ে ঘটেছিল অদ্ভুত ঘটনা। প্রচন্ড ভিড়ে মাকে ভাল করে দেখতে পারছিলেন না।

শুধু দুটো চোখ। তখন কেঁদে ফেলে মনে মনে মাকে বলেছিলেন, ‘আমায় দেখা দিলে না তো! আমার ডাক শুনলে আমায় তুমি আমায় টেনে এনে সামনে দাঁড় করাবে।’ তারপরই ঘটে যায় বড় ঘটনা।

আরও পড়ুনঃ বাপ কা বেটি! ‘অনুরাগের ছোঁয়ায়’ তুখোড় অভিনয় সাইনার! কাজ দিয়েই বাবার ‘স্বপ্ন পূরণ’ করছে ছোট্ট মেয়ে

দিন দুই পর ওই অঞ্চলেই শো-এ ডাক পান। দেবীর তখনও বিসর্জন হয়নি। ঠিক করলেন শো-এর পর দর্শনে যাবেন। সেদিন সকলে উপোস। মায়ের কাছে যাওয়ার পর এক নিরাপত্তারক্ষী শ্রুতিকে একেবারে মায়ের সামনে পৌঁছে দেন। মন থেকে আন্তরিক ভাবে প্রার্থনা জানিয়েছিলেন শ্রুতি। মাও সন্তানের ডাক শুনেছিলেন।

You cannot copy content of this page