প্রাক্তন ছেড়ে যাওয়ার পর ভেঙে পড়েননি আদৃত! ‘দিদিয়া’র সঙ্গে বাস্তবেই প্রেম করছেন উচ্ছেবাবু
সদ্য তার দশ বছরের সম্পর্ক ভেঙেছে। তারপর আবার সম্প্রতি তার প্রাক্তন প্রেমিকা বাগদান পর্ব সেরেছে। গতবছর আদৃত রায় এবং সুপ্রিয়া মন্ডলের বিয়ে হওয়ার কথা থাকলেও ভেঙে গিয়েছে সেই বিয়ে। তারপর আবার নতুনভাবে পথ চলা শুরু করেছে মিঠাই ধারাবাহিকের নায়ক উচ্ছেবাবু। তবে এবার শোনা যাচ্ছে আদৃত নিজেও আর একা নয়।
নতুন প্রেম এসেছে তার জীবনেও নাকি। ঘটনাচক্রে ‘মিঠাই’ ধারাবাহিকের এক অভিনেত্রী কৌশাম্বী তার দিদির ভূমিকায় অভিনয় করে। তাই চরিত্রের প্রয়োজনে তাকেই আদৃত ডাকে ‘দিদিয়া’ বলে। সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরে সেই নায়িকার সঙ্গেই প্রেম করছে আদৃত। মিঠাই’ ধারাবাহিকে অভিনয় করতে করতেই আলাপ হয় আদৃত ও কৌশাম্বীর। তার পরে নাকি শুরু প্রেম। তবে কি সুপ্রিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার কারণও এই দিদিয়া?
নাকি সুপ্রিয়ার নতুন প্রেমিক ভাঙন ধরিয়েছে ওই সম্পর্কে? অথবা এটাও হতে পারে যে যখন বিয়ে হঠাৎ করেই ভেঙে যায় তখন তাদের জীবনে নতুন কেউ আসেনি। আলাদা হওয়ার পরে নতুন করে মনের মানুষের সন্ধান করতে থাকে আদৃত-সুপ্রিয়া। কেউই এই নিয়ে মুখ খোলেনি।
তবে শোনা যায় এত তাড়াতাড়ি বিয়ে করতে চায়নি আদৃত। সুপ্রিয়াকে সেটাও নাকি জানায় নায়ক। এবার দেখার পালা প্রাক্তনের মত আদৃতও নতুন সম্পর্কে বাঁধা পড়েন কিনা।