TRP list: শেষ হয়ে গেল মিঠাইয়ের একচ্ছত্র আধিপত্য! হায়েস্ট টিআরপি রেটিং পেল গাঁটছড়া,আলতা ফড়িং!

দীর্ঘ কয়েক মাস ধরে বাংলা টেলিভিশনের টিআরপি তালিকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল জি বাংলার মিঠাই। দীর্ঘ 42 সপ্তাহ ধরে একাই এক নম্বরে ছিল মিঠাই। কিন্তু বিগত বেশ কয়েক সপ্তাহে দেখা যায় মিঠাই এর নাম্বার আস্তে আস্তে কমছে। আর এই নাম্বার কমে যাওয়াই মিঠাই এর জন্য বিপদ হিসেবে সাব্যস্ত হল।

চলতি সপ্তাহের টিআরপি রেটিং লিস্ট প্রকাশিত হয়েছে আজকে।সেখানেই দেখা গেল টিআরপি রেটিংয়ে শীর্ষস্থানে চলে এসেছে স্টার জলসার আলতা ফড়িং এবং গাঁটছড়া। দুজনের প্রাপ্ত পয়েন্ট ৯.৮। অর্থাৎ ফার্স্ট পোজিশন পেয়েছে স্টার জলসার দুই সিরিয়াল।

তাহলে মিঠাই কি সত্যিই ছিটকে গেল লড়াই থেকে? মিঠাইয়ের অনুরাগীদের জন্য একটাই সুখবর যে মিঠাইও এক নং স্থানেই আছে। শুধু মিঠাইয়ের প্রাপ্ত নম্বর কমে হয়েছে ৯.৮। হঠাৎ এই দুটো সিরিয়ালের জনপ্রিয়তার এত কারণ কী?

কারণ হিসেবে দর্শকরা বলছেন যে এই দুই গল্পে খড়ি এবং ফড়িংয়ের জীবন যুদ্ধের গল্প দর্শককে ছুঁয়ে গেছে। গাঁটছড়া সিরিয়ালে চলছিল বিয়ের আয়োজন হঠাৎ করে সেখানে এসেছে টুইস্ট তাই তা চলে এসেছে এক নম্বরে।

স্টার জলসা অন্যান্য দুই ধারাবাহিক রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে। দ্বিতীয়স্থানে আছে ‘মন ফাগুন’ ও তৃতীয় স্থানে আছে ‘ধুলোকণা’ । তাদের প্রাপ্ত নম্বর ৯.৫ ও ৯.৩।

চতুর্থ স্থানে রয়েছে আয় তবে সহচরী (৮.৫), পঞ্চম স্থানে রয়েছে খুকুমণি হোম ডেলিভারি (৮.৪), ষষ্ঠ স্থানে রয়েছে উমা (৮.৩), সপ্তম স্থানে রয়েছে পিলু (৭.৭), অষ্টম স্থানে রয়েছে এই পথ যদি না শেষ হয় (৭.৩), নবম স্থানে রয়েছে অপরাজিতা অপু (৭.২), দশম স্থানে রয়েছে গঙ্গারাম (৭.১)।

You cannot copy content of this page