ঐন্দ্রিলা এখন অতীত, ‘মনে পাথর রেখে’ মিমির দিকে ঝুঁকে এ কী বললেন অঙ্কুশ!

সোশ্যাল মিডিয়ার অনুরাগীদের কী করে মাতিয়ে রাখতে হয় তা বেশ জানেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। মাঝে মাঝেই নানা পোস্ট করে ভাইরাল হন তিনি। এবার আবার মায়ের শাড়ি পরে নস্টালজিক হলেন তিনি। সেই ছবিই শেয়ার করলেন মিমি সোশ্যাল মিডিয়ায়।

পরনে নীল শাড়ি তাঁর। মায়ের থেকেই সেই শাড়ি এনেছিলেন তিনি জলপাইগুড়ি থেকে। নীল শাড়িতে লাল পাড়। সেই পাড় তিনি বসিয়ে নিয়েছেন তাতে আলাদা শোভা এনে দিতে। সঙ্গে একটি চশমা। এই শাড়ি নাকি মিমির মা পরতেন তাঁর কলেজের দিনে। শাড়ির ভোল বদলে আর সঙ্গে ব্লাউজ একটু চাপিয়ে নিয়ে তা পরে ফেললেন মিমি। এই সমস্তটাই তিনি নিজের ছবির ক্যাপশনে লিখেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

ছবি যে শুধু নেটিজেনদের নজর কেড়েছে তা নয়, সেটি নজরে পড়েছে মিমির ইন্ডাস্ট্রির বন্ধুদেরও। অঙ্কুশ এবং পার্নো তাতে কমেন্ট করেছেন। পার্নো লিখেছেন যে মিষ্টি লাগছে তাঁকে। এদিকে অঙ্কুশ আবার লিখেছেন যে মনে তিনি পাথর রেখে বলছে যে মিমিকে খুব সুন্দর লাগছে। তার উত্তরে আবার মজা করে মিমি লেখেন যে এটা বলার পরেই আবার মরে যেও না। এদিকে মিমির এই ছবি তাঁর মা দেখে বলেছেন তাঁরও মন ভালো হয়ে গেলো।

Back to top button