শেষমেষ রিয়েল লাইফে মনটা ভেঙেই গেল ডাক্তার সূর্য সেনগুপ্তর! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দিব্যজ্যোতির পোস্ট

টেলিপাড়ার হ্যান্ডসাম হিরো দিবজ্যোতি দত্তর প্রেমে পাগল বাংলার অসংখ্য তরুণী। স্টার জলসার ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে তার অভিনীত সূর্য চরিত্রটি অল্প দিনেই বাঙালি দর্শকদের মন জয় করে ফেলেছে। রূপ নয়, গুণ দিয়েই মানুষের আসল বিচার হয়, এই হল এই ধারাবাহিকের মূলমন্ত্র।

হেমন্ত বিশ্বাস করা ধারাবাহিকে সূর্য মায়ের অমতে গিয়ে বিয়ে করেছে গুণবতী দীপাকে। জীবনের যে কোনো পরিস্থিতিতে সূর্যকে নিজের মনের মানুষ হিসেবে পাশে পেয়েছে দীপা।

সূর্য আর দীপার এই জুটি এখন বাংলা টেলিভিশনে হিট। কিন্তু বাস্তবের দিবজ্যোতি দত্তর কি মন ভেঙেছে? নিজের ইনস্টাগ্রামে ভগ্ন হৃদয় নিয়ে একটি লম্বা লেখা পোস্ট করে ক্যাপশনে নায়ক যা লিখেছে তার থেকে এটাই মনে হচ্ছে নেটিজেনদের।

anurager choya

 

ভগ্নহৃদয়ের একটি পোস্ট করেছে দিবজ্যোতি। যদিও ক্যাপশনে আবার লিখে দিয়েছে ‘এমনি লিখছি, আমার মন ভাঙেনি।’

টলিপাড়ায় কান পাতলে তার সঙ্গে দেশের মাটির এক পার্শ্বচরিত্রের নায়িকার প্রেমের জল্পনা তুঙ্গে। তাহলে কি প্রেম পরিণতি পাওয়ার আগেই ভেঙে গেলো? এমনই ভাবনা দেখা দিয়েছে নেটিজেনদের মনে। যদিও এ বিষয়ে নায়ক নিজে কিছু বলেনি।

anurager choya

You cannot copy content of this page