সমাজ মাধ্যমে নিজের জীবনের ছোট বড় মুহূর্ত ভাগ করে নিতে দ্বিধা করেন না গায়িকা ‘ইমন চক্রবর্তী’ (Iman Chakraborty)। ভালো লাগা হোক বা খারাপ লাগা, আনন্দের সময় বা অস্বস্তির ঘটনাও তিনি খোলামেলাভাবে বলেন। কিন্তু এমন খোলামেলা কথাবার্তায় মাঝেমধ্যেই বিপাকে পড়তে হয় তাঁকে। সম্প্রতি একটি ভিডিওতেই দেখা গেল, বন্ধুদের সঙ্গে হালকা কথোপকথনের ফাঁকে স্বামীকে নিয়ে এমন মন্তব্য করে ফেললেন তিনি, যা অনেকের কাছেই বিতর্কিত লেগেছে! কিন্তু কী এমন বললেন গায়িকা?
গতকাল ছিল দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি ২’-এর প্রিমিয়ারে ঘটনাটি ঘটে। এদিন গায়িকার পাশে বসেছিলেন ছোটপর্দার অভিনেত্রী সৌমিলি ঘোষ বিশ্বাস এবং জগদ্ধাত্রী ধারাবাহিক খ্যাত অভিনেত্রী প্রিয়া পাল। তিনজনের হাসি-ঠাট্টা আর কথার ছলে খোঁচাখুঁচি মিলিয়ে পরিবেশ ছিল একেবারেই অনানুষ্ঠানিক। হঠাৎ সৌমিলি প্রথমে ইমনকে পাগল বলেন। উত্তরে ইমন তাঁকে আরও বড় পাগল বলেন আর সেখানেই সৌমিলিকে উদ্দেশ্য করে ইমনের মন্তব্য, দশ বছর ধরে একই মানুষের সঙ্গে সংসার করা অসম্ভব!
ইমনের ভাষায় সৌমিলি পাগল কারণ, ‘দশ বছর এক স্বামীর সঙ্গে ঘর করা সুস্থ মানুষের পক্ষে সম্ভব না।’ সৌমিলি শুধরে দিয়ে জানান, তাঁর তো ১৩ বছরের দাম্পত্য আর ইমন নাকি তাকে বর বদলাতে বলেছেন এবং নিজেই নাকি নতুন বয়ফ্রেন্ড খুঁজছিলেন কিছুক্ষণ আগে! আপাতদৃষ্টিতে নিছক মজার দৃশ্য মনে হলেও, এখান থেকেই দর্শকদের এক অংশে অস্বস্তি জন্ম নেয়। অনেকে মনে করছেন, ইমনের এই মন্তব্যে স্বামী বা সংসারের প্রতি অসম্মান লুকিয়ে আছে।
ব্যাখ্যা দেওয়া হলেও, ততক্ষণে সমালোচনার ঢেউ ছড়িয়ে পড়েছে। ইমন অবশ্য হাসি-ঠাট্টার মধ্যেই কথাটি বলেছেন বলে দাবি করেছেন। কিন্তু অনেকে মনে করছেন, জনসমক্ষে থাকার কারণে দায়িত্বশীল মন্তব্য করা উচিত ছিল তাঁর। বিশেষ করে যখন সমাজ মাধ্যমের যুগে মানুষ এত সংবেদনশীল, তখন কোনও কথাই আর শুধুমাত্র “মজার ছলে” বলা যায় না! যেকোনও কথা নিয়েই তার ব্যাখ্যা, বিশ্লেষণ, বিচার সবই চলে। তাই অনেকেই প্রশ্ন তুলেছেন ইমনকে নিয়েই, ‘এটা কি প্রয়োজন ছিল?’
আবার কেউ বলছেন, ‘ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এমন কথা বলা খুবই অনুচিত।’ প্রসঙ্গত, এর আগেও ইমনকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। যুবভারতীর বিশৃঙ্খলার পরে শুভশ্রী গাঙ্গুলীর ছবি ঘিরে যে ট্রোল শুরু হয়েছিল, সেখানে অন্যতম সমর্থনের কণ্ঠ ছিলেন ইমন। সেই ভিডিওতেও তাঁকে উদ্দেশ্য করে কটাক্ষের বন্যা বয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ইমন নিজেই সেই পোস্ট মুছে ফেলেন। আর এই নতুন মন্তব্যে ফের পুরোনো ক্ষোভ যেন মাথা চাড়া দিয়ে উঠেছে।
আরও পড়ুনঃ “আমি নিজেকে পদ্মশ্রী পাওয়ার যোগ্য মনে করি না!” জাতীয় স্তরে অন্যতম সেরার স্বীকৃতি পেয়েও অসন্তুষ্ট মমতা শঙ্কর! পদ্মভূষণ সম্মান জেতার ইচ্ছা প্রকাশ করলেন তিনি?
কেউ বলছেন, তিনি “ওমেন কার্ড” খেলতে ভালোবাসেন। কেউ বা দাবি তুলছেন, ইমন ইচ্ছে করেই বিতর্ককে আমন্ত্রণ জানান! সবমিলিয়ে, ইমনের কথা বলার ধরন এবং সেই কথার প্রতিক্রিয়া দুইটাই যেন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি কতটা মজা করছিলেন আর কতটা গুরুত্ব নিয়ে বলছিলেন, সেটা হয়তো শুধু তাঁরাই জানেন। কিন্তু সম্মুখে যা ধরা পড়েছে, তাতেই উঠেছে কথার দায়িত্ববোধ নিয়েই অনেকের প্রশ্ন। তারকাদের প্রতিটি মন্তব্যের একটা ব্যাপক প্রভাব থাকে, এই সত্যিটাই হয়তো আবারও মনে করিয়ে দিল এই ঘটনা।






‘একই লোকের সঙ্গে দশ বছর সংসার, সুস্থ মানুষ পারে নাকি!’ ‘এতদিন একই স্বামী অসম্ভব, পাগলামির লক্ষণ!’ বিবাহিত জীবন নিয়ে ইমন চক্রবর্তীর বিতর্কিত মন্তব্য, খুঁজছেন নতুন বয়ফ্রেন্ড! ফের কি বিপাকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা?