পরিবেশ দিবসে সবুজ পাঞ্জাবি পরে একদম গো গ্রিন জামাইষষ্ঠী পালন করল লালন! তবে ষষ্ঠী কিন্তু চড়ুইয়ের মা দেয়নি, দিলেন অন্য একজন, কে সে? দেখুন ছবি

আজ জামাইষষ্ঠী। সকাল থেকেই শ্বশুরবাড়িতে ঘাঁটি গেড়েছেন জামাইরা। শাশুড়ি মায়ের হাতের রান্না জমিয়ে খেয়েছেন জামাই। রসগোল্লা,ইলিশ মাছ, চিংড়ি মাছের মালাইকারি মাটন ভেটকি মাছ দিয়ে তো দুপুরের খাবার জমে গেছে। টলিউডের জামাইরাও বাদ যায়নি।

সকালবেলা ঋদ্ধিমান অর্থাৎ গৌরব চ্যাটার্জীর জামাইষষ্ঠী পালনের ছবি দিয়েছিলাম, এরপর অলকানন্দা গুহ আর মনোজিতের জামাইষষ্ঠী পালন দেখিয়েছি। আর এবার দেখাব লালনের জামাইষষ্ঠী স্পেশাল ছবি।

না না, চান্দ্রেয়ী লালনকে জামাইষষ্ঠী দেয়নি। দিয়েছে লালনের আসল শাশুড়ি। তবে কি পরমা দিল? আরে না, লালন অর্থাৎ ইন্দ্রাশিষ রয়ের বৌ সৌরভী তরফদারের গল্ফগ্রীনের বাড়িতে জমিয়ে পালন হল জামাইষষ্ঠী। সেখানে সবুজ পাঞ্জাবি পরে গেছিলেন লালন।

আজ বিশ্ব পরিবেশ দিবস। আবার আজ সবুজ পাঞ্জাবি পরেছিলেন লালন। সব মিলিয়ে পরিবেশ দিবসের রঙে নিজেকে রাঙিয়ে জামাইষষ্ঠী পালন করল লালন। বৌ সৌরভী এই ছবি পোস্ট করেছেন। সেই দেখে ভক্তদের মুখে একগাল হাসি।

 

View this post on Instagram

 

A post shared by Souravi Tarafdar (@souravi91)

You cannot copy content of this page