বিচ্ছেদের পর আবার প্রেমে পড়লেন ইপ্সিতা! প্রেমের গুঞ্জনে নাম জড়ালো ইন্দ্রাশিসের!ইপ্সিতা-ইন্দ্রাশিসের ঘনিষ্ঠতা ঘিরে জল্পনা শুরু! প্রেমের গুঞ্জনে বিরক্ত ইপ্সিতা কি বললেন?

চলতি বছরের শুরু থেকেই ইন্ডাস্ট্রিতে পুরনো সম্পর্ক ভেঙে, নতুন সম্পর্ক গড়ার বহু উদাহরণ চোখে পড়েছ। আবারও শুরু হয়েছে নতুন গুঞ্জন। সম্পর্ক ভেঙে যাওয়ার পরে ফের একবার প্রেমে মজেছেন এক টেলি অভিনেত্রী, এমনই কানাঘুষোয় শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রি। সূত্র বলছে, অভিনেত্রী ‘ইপ্সিতা মুখোপাধ্যায়’ (Ipshita Mukherjee) এখন চুটিয়ে প্রেম করছেন আরেক জনপ্রিয় অভিনেতা ‘ইন্দ্রাশিস রায়’ (Indrasish Roy) এর সঙ্গে। সত্যিই কি এই দুই অভিনেতা-অভিনেত্রী সম্পর্কে রয়েছেন?

তাঁদের ঘনিষ্ঠতা এবং সাম্প্রতিক সমাজ মাধ্যমের পোস্ট ঘিরে নেটপাড়ায় জল্পনার শেষ নেই। ইপ্সিতা আগে বিবাহিত ছিলেন অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই সম্পর্ক ভেঙে গিয়েছে অনেকদিন আগেই, এবং বিষয়টি অভিনেত্রী নিজেই প্রকাশ্যে এনেছিলেন। অন্যদিকে ইন্দ্রাশিস রায়ের সম্পর্ক নিয়েও নানা রকম কথা শোনা যাচ্ছে। সৌরভী তরফদারের সঙ্গে নাকি তাঁর দাম্পত্যজীবনও টেকেনি।

যদিও এ বিষয়ে কোনওদিনই কোনও মন্তব্য করেননি অভিনেতা নিজে। ইপ্সিতা আর ইন্দ্রাশিসের এই প্রেম নিয়ে চর্চার শুরু মূলত তাঁদের বন্ধুত্ব থেকেই। একটি ধারাবাহিকের সেটে কাজ করতে গিয়ে তাঁদের আলাপ, সেখান থেকেই বন্ধুত্বের শুরু। সম্প্রতি ইন্দ্রাশিসের জন্মদিন উপলক্ষে ইপ্সিতা একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করতেই গুঞ্জনের পারদ চড়ে যায়। অনেকেই ধরে নেন, এটা নিছক বন্ধুত্ব নয়, এর পেছনে প্রেম লুকিয়ে আছে।

এদিন সংবাদ মাধ্যমের তরফে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ইপ্সিতার প্রতিক্রিয়া ছিল কিছুটা বিরক্তির সুরে। স্পষ্ট ভাষায় বললেন, “একটা ছেলে খুঁজে দিন তো আমাকে! এখন তো একজনের সঙ্গে একটা ছবি দিলেই প্রেম জল্পনা শুরু হয়ে যায়। এই চর্চা বন্ধ হওয়া দরকার।” পাশাপাশি সমাজ মাধ্যমে ভুয়ো চর্চা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী, বলেছেন সত্যতা যাচাই না করে এমন মন্তব্য করা আইনত অপরাধ।

আরও পড়ুনঃ সকলের সামনে নতুনের সঙ্গে সম্পর্কের স্বীকার করল কমলিনী! কী হতে চলেছে তাদের সম্পর্কের পরিণতি? 

তবে আলোচনার বাইরে, এই মুহূর্তে নিজের জন্যই বাঁচতে চান ইপ্সিতা। মা-বাবার সঙ্গেই থাকতে চান তিনি, এবং পুরোনো সম্পর্ক থেকে বেরিয়ে এসে আর কোনও নতুন সম্পর্কে জড়াতে একেবারেই আগ্রহী নন বলে জানালেন স্পষ্টভাবে। নিজের জীবন নিজের মতো করেই গুছিয়ে নিতে চাইছেন অভিনেত্রী, গুঞ্জনের ভিড়ে সেই কথাই স্পষ্ট করে তুলে ধরতে চাইলেন তিনি।

You cannot copy content of this page