শুধু মুক্তি পেয়েছে বাংলা সিনেমা বাবা বেবি ও। সিনেমার অভিনেতা-অভিনেত্রী যিশু সেনগুপ্ত এবং শোলাংকি রায় দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। এবারে বিখ্যাত টলি অভিনেতার মেয়ে মা বাবার মুখ উজ্জ্বল করল। যিশুর মেয়ে জারা সোনা জিতে ফিরলো বাড়ি। বক্তৃতা প্রতিযোগিতায় সোনা জিতলো জারা।
জারা যিশুর ছোট মেয়ে। তার স্কুলে বাংলা ভাষায় বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সোনা জিতেছে সে।মেয়েরই সাফল্যে গর্বিত যিশুর স্ত্রী নীলাঞ্জনা। মেয়ের এই সাফল্যের খবর নীলাঞ্জনা নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। জারার জন্য শ্রীজাত আবার কবিতা লিখেছেন যা নীলাঞ্জনার বেশ পছন্দ হয়েছে। জারা খুব কম বয়সেই ছোট এক চরিত্রে অভিনয় নামে তার বাবার অভিনীত সিনেমা উমায়। তাতে সারা অর্থাৎ যিশুর বড়ো মেয়েও ছিল।
বাবা বেবি ও সিনেমা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে যিশু জানিয়েছিলেন মেঘরোদ্দুরের সঙ্গে বাবা হিসাবে তাঁর নিজের চরিত্রের অনেক মিল খুঁজে পেয়েছেন তিনি। বাচ্চাদের কিভাবে ধরতে হয়, কিভাবে বেবিফুড বানাতে হয়, কিভাবে গরম জলে বোতল ধুতে হয় এইসব এখন তাঁর মুখস্ত। এদিকে নায়কের দুই মেয়ে অভিনয় করলেও পড়াশোনার চাপে এখন তারা সেদিকে বিশেষ সময় দিতে পারে না।
View this post on Instagram
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!