সম’কামী প্রেমে লিলি চক্রবর্তী! পর্দায় তীব্র সা’হসী চরিত্রে এবার বর্ষীয়ান অভিনেত্রী

ষাট বছরের সমাজ কতটা বদলেছে সে প্রশ্নই আবারও সামনে আনতে চলেছেন পরিচালক অভিজ্ঞান মুখোপাধ্যায়। তাঁর নতুন অ্যান্থোলজি ছবি অনুমানের ভিত্তিতে চারটি ভিন্ন গল্প নিয়ে তৈরি হচ্ছে। প্রতিটি গল্পেই ধরা থাকবে সমাজের চিন্তা ভাবনা এবং মানুষকে ঘিরে থাকা নানা দ্বন্দ্ব। সেই চার গল্পের একটিতে উঠে আসবে সমকামিতা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির মতো গুরুত্বপূর্ণ বিষয়। আর এই গল্পেই নজর কাড়বেন অভিজ্ঞতার আলোছায়ায় হাঁটা অভিনেত্রী লিলি চক্রবর্তী।

এখনও সমাজের বড় অংশ সমকামীদের নিয়ে প্রশ্ন তোলে বা অস্বস্তি প্রকাশ করে। কিন্তু লিলি চক্রবর্তী নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে জানিয়েছেন তিনি এই বিষয়ে কোনওদিনই বাড়তি ভাবেননি। তিনি বলেছেন যে বাস্তবে এমন অনেক যুগলকে দেখেছেন যারা পরে আলাদা পথে চললেও নিজেদের জীবনে স্থিতি খুঁজে নিয়েছেন। তাঁর মতে সমকামী বিবাহ মানে দুই মানুষের একসঙ্গে থাকা এবং তাঁদের সঙ্গেই এগিয়ে যাওয়া। এর মধ্যে আর বাড়তি রহস্য কোথায়। তাঁর এই সরল অথচ স্পষ্ট বক্তব্যেই ধরা দেয় তাঁর বাস্তব জীবনবোধ।

ছবিতে লিলির চরিত্র আরও আকর্ষণীয়। এখানে তাঁকে দেখা যাবে এক প্রবীণ নারীর ভূমিকায় যিনি বহু বছর পর নিজের এক প্রিয় বান্ধবীর সঙ্গে পুনর্মিলিত হন। সময়ের স্রোতে ভেসে যাওয়া সেই বন্ধুত্ব আসলে ছিল গভীর প্রেম। বহু বছর পর আবার একে অন্যের সামনে দাঁড়িয়ে তাঁরা ফিরে দেখবেন নিজেদের জীবনের হারানো মুহূর্তগুলো। প্রান্তবয়সের দুই নারীর এই সম্পর্কই গল্পটিকে আরও সংবেদনশীল করে তুলবে।

আরও পড়ুনঃ “লোকের সহানুভূতি কুড়িয়ে নয়, আমি আবার কাজ করেই খেতে চাই” অকপট সন্দীপ ঘোষাল! ভয়ংকর রো’গকে হারিয়ে মূলস্রোতে ফেরার মরিয়া চেষ্টা স্যান্ডির! একসময় যাঁদের সাজিয়ে তারকা করেছিলেন, আজ সেই তারকারা দূরে সরে গেলেও তাঁদের হয়েই আবার কাজ শুরু করতে চান তিনি!

পরিচালক জানিয়েছেন ছবিতে লিলির চরিত্র শুধু প্রেমেই সীমাবদ্ধ নয়। তিনি এখানে এক ফুড ব্লগারও। তাই দর্শক দেখবেন এক নতুনরূপে অভিনেত্রীকে যিনি খাবারে যেমন আনন্দ খুঁজে পান তেমনই নিজের জীবনের অভিজ্ঞতাকেও সহজভাবে গ্রহণ করেন। চরিত্রের এই বৈচিত্র্যই গল্পটিকে আরও প্রাণবন্ত করবে বলে মনে করছেন পরিচালক।

লিলি চক্রবর্তীকে প্রশ্ন করা হলে পোশাকে পরিবর্তনের সম্ভাবনা নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। হাসতে হাসতেই জানান বাড়িতে যেমন নাইটি পরে থাকেন ছবিতেও সেই সাধারণ রূপেই তাকে দেখা যেতে পারে। তবে বেশির ভাগ সময়েই তিনি শাড়িতেই পর্দায় উপস্থিত হবেন। সহজ সরল কিন্তু গভীর আবেদনময় এই চরিত্রে তাঁর উপস্থিতি নিঃসন্দেহে দর্শকদের মন ছুঁয়ে যাবে।

You cannot copy content of this page