তোর্সার কারণে কষ্টের শেষ নেই মিঠাইয়ের জীবনে, দুই জা মিলে এ কী করল দেখুন

বাংলা টেলিভিশনের সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। জি বাংলার এই ধারাবাহিকের নাম সকলের মুখে মুখে। প্রথম থেকেই দর্শকের মন জয় করে এসেছে এই ধারাবাহিক। মোদক পরিবারের ভালোবাসা, সিড ও মিঠাইয়ের খুনসুটি, সবকিছুই মুগ্ধ করেছে বাঙালি দর্শককে।

সম্প্রতি এই ধারাবাহিকে দেখা যাচ্ছে সিডের জন্মদিন পালনের তোড়জোড় করছে মিঠাই ও মোদক পরিবার। মায়ের মৃত্যুর পর থেকে এই দিনটা কখনও পালন করে না সিড। কিন্তু পুরনো সিড তো এখন অনেকটাই বদলে গিয়েছে, সংসারী হয়েছে।

এবার সিডের জন্মদিন বেশ ধূমধাম করে পালন করতে চাইছে মোদক পরিবার। যদিও সিড এসবের বিন্দুবিসর্গও জানে না। তবে এসবের মধ্যে বাধ সেধেছে মিঠাইয়ের বড় জা অর্থাৎ তোর্সা। সিড যাতে তাঁর জন্মদিনের দিন তাড়াতাড়ি বাড়ি ফিরতে না পারে, সেই কারণে নানান পরিকল্পনা করছে সে। যদিও মনে হছে শেষ পর্যন্ত ব্যর্থই হবে তোর্সার প্ল্যান।

আর এসবের মধ্যেই মিঠাই জানাল যে তোর্সার জন্য সে বেশ কষ্ট পায়। এদিকে তোর্সাও জানাল যে সেও নাকি মিঠাইয়ের উপর বেশ রাগই দেখায়। কিন্তু হঠাৎ এমন কী ঘটল? না না, ঘাবড়াবেন না। আসলে সম্প্রতি মিঠাই ও তোর্সা একটি ইনস্টাগ্রাম রিল ভিডিও শেয়ার করেছেন। আর তাতেই ‘আমি ইচ্ছা করে খুব রাগ দেখাই’ গানে দুজনে লিপ সিঙ্ক করেছে।

মিঠাই ও তোর্সা অর্থাৎ সৌমিতৃষা ও তন্বী রিয়েল লাইফে কিন্তু ভীষণ ভালো বন্ধু। ক্যামেরার সামনে তারা একে অপরের শত্রু হলেও, ক্যামেরা বন্ধ হলেই কিন্তু তারা বেষ্ট ফ্রেন্ড। মাঝে মধ্যেই তাদের একসঙ্গে নানান রিল ভিডিও বানাতে ও পোস্ট করতে দেখা যায়। অন্যান্য ভিডিওর মতোই সৌমিতৃষা ও তন্বীর এই ভিডিওটিও বেশ ভালো লেগেছে দর্শকের।