কিছুদিন আগেই জি বাংলায় এসেছে নতুন সিরিয়াল গৌরী এলো। গত 28 শে ফেব্রুয়ারি থেকে জি বাংলায় সন্ধ্যে সাড়ে সাতটায় সম্প্রচার শুরু হয়েছে এই সিরিয়ালের। চৌপাহাড়ি গ্রামের মেয়ে গৌরী কালী মায়ের ভক্ত। অন্যদিকে গ্রামে তার সঙ্গে দেখা হবে ডাক্তার ঈশান ঘোষালের সঙ্গে। ঈশান একজন নাস্তিক।
ডাক্তারবাবুকে সে কীভাবে মায়ের ভক্ত করে তুলবে এবং ডাক্তারবাবুর পিসি শৈলমা যিনি নিজেকে ভগবানের অংশ মনে করেন তাকে কীভাবে শিক্ষা দেবে গৌরী সেটাই দেখাবে এই সিরিয়াল। আসলে গৌরী মায়ের অংশ আর ঈশান মহাদেবের অংশ।
গৌরীর ভূমিকায় অভিনয় করছেন নবাগতা মোহনা মাইতি। তার বয়স খুব সম্ভবত 15 কি 16। এখনো মাধ্যমিকও দেয়নি সে। ডান্স বাংলা ডান্সে পার্টিসিপেট করেছিল মোহনা, তারপর সেখান থেকে সে সোজা চলে আসে সিরিয়ালে। বর্তমানে তার অভিনয় দর্শকদের ভীষণ ভালো লাগছে।
কিন্তু এর মধ্যেই উঠে এল একটি তথ্য। জানা যাচ্ছে, গৌরীর চরিত্রে মোহনা মাইতি পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না। অভিনেত্রী বিজয়লক্ষ্মী চ্যাটার্জির এই সিরিয়ালের মধ্যে দিয়ে কাম ব্যাক করার কথা ছিল। সেইমতো বিজয়লক্ষ্মী এই সিরিয়ালের জন্য লুকটেস্ট দেয়।কিন্তু পরিচালক সেই লুকটেস্ট পছন্দ করেন না এবং বিজয়লক্ষ্মীকে বাদ দিয়ে দেন।
তারপরেই বিজয়লক্ষ্মীর জায়গায় আসে মোহনা মাইতি। এই খবর প্রকাশ্যে আসতেই নেটিজেনরা দু’ভাগে বিভক্ত হয়ে গেছেন। একদল বলছেন যে মোহনা মাইতি দুর্ধর্ষ অভিনয় করছেন আবার বাকিদের মধ্যে বিজয়লক্ষ্মীকে বাদ দিয়ে নবাগতা মোহনাকে নেওয়ার কোনো যুক্তি নেই।
এর আগে আমরা বিজয়লক্ষ্মীকে দেখেছি সংসার সুখের হয় রমণীর গুণে, রানু পেল লটারির মত সিরিয়াল করতে। ভবিষ্যতে তাকে হয়তো আমরা স্টার জলসা অথবা জি বাংলার কোনো সিরিয়ালে দেখতে পাব।