পন্ডিত অজয় চক্রবর্তীর মেয়ে কৌশিকীই চিটিং করে সুপার সিঙ্গার জয়ী করিয়েছেন শুচিস্মিতাকে! বিস্ফোরক অভিযোগ নেট দুনিয়ার

সম্প্রতি শেষ হয়েছে জনপ্রিয় রিয়ালিটি শো সুপার সিঙ্গার সিজন ৩। বিজয়ীদের তালিকা প্রকাশ পেতেই ক্ষোভ উগরে দিল নেট দুনিয়া।

সেরা নির্বাচিত হয়েছে প্রতিযোগী শুচিস্মিতা চক্রবর্তী। কিন্তু তাতে সন্তুষ্ট নয় দর্শক, এমনটা স্পষ্ট হয়ে উঠলো এবার। টানা ১০ ঘণ্টা ধরে এই প্রথম কোনো রিয়ালিটি শোর গ্র্যান্ড ফিনালে চললো। কিন্ট তার ফলাফল দেখে একেবারেই খুশি নয় দর্শকরা।

গ্র্যান্ড ফিনালের দিন বসেছিল তারকাদের হাট। ছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এই প্রথম এই নায়িকা কোন বাংলা রিয়্যালিটি শোতে এসেছেন। এছাড়া বিচারকের আসনে যাঁরা ছিলেন তাঁদের সকলেই খুবই পরিচিত মুখ। বিজয়ী শুচিস্মিতা কৌশিকী চক্রবর্তীর হাত ধরেই সেরার শিরোপা জিতেছে এমনই বিস্ফোরক অভিযোগ তুলল নেটিজেন।

বিচারক কৌশিকী চক্রবর্তীর পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। প্রথম দিন থেকেই নাকি শুচিস্মিতাকে আলাদা চোখে দেখতেন তিনি এমনটাই মনে হয় দর্শকদের। সে কথা কমেন্ট বক্সে স্পষ্ট হয়ে উঠেছে।

Bengali reality show

You cannot copy content of this page