এবার মফস্বলের হাল ফেরাতে আসছে ‘গু কাকু’! সেটা আবার কে?

ভাবছেন এ আবার কেমন নাম? সত্যি বড্ড আজগুবি এই নামটি। আর কোন মানুষের নাম যেমন হতে পারে এটা আমরা কল্পনাও করি না। এবার এই গু কাকুকে নিয়েই হচ্ছে সিনেমা। বাংলা ছবিতে দেখা যাবে এই গু কাকুকে। এই কাকুকে ঘিরে একটি ছবি বানিয়ে ফেলেছেন মণীশ বসু। নাম দিয়েছেন ‘গু কাকু- দ্য পটি আঙ্কল’। ‘ভূতের ভবিষ্যৎ’-এর দশ বছর পূর্তি উপলক্ষে এই ছবি প্রযোজনা করছে মোজো প্রোডাকশনস।

এই সিনেমায় অভিনয় করবেন বাংলাদেশের তারকা মোশারফ করিম। তাঁর সঙ্গেই দেখতে পাওয়া যাবে ঋত্বিক চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ এবং মিশকা হালিমের মতো বিখ্যাত তারকাদের।

নব্বইয়ের দশকের একটি মফস্বলি অঞ্চলে একজন ব্রাত্য মানুষ কীভাবে একটি জনগোষ্ঠীর জীবনকে প্রভাবিত করে এবং সেই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, সেই গল্পই বলা হবে এই সিনেমায়। তবে এই বিশেষ গু কাকুর চরিত্রে কাকে দেখতে পাবে দর্শক সেই বিষয় এখনই কিছু জানা যায়নি।

You cannot copy content of this page