Yash-Nusrat: যশ এর জন্য বিশাল বড় খুন্তি নিয়ে রান্না ঘরে জমিয়ে রান্না করলেন নুসরাত জাহান! হু হু করে ভাইরাল হলো ঈশানের মাম্মার ছবি

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাই এখনও ঘরবন্দি থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। খুব দরকার না থাকলে বাইরে না বেরোতেই বলছেন বিশেষজ্ঞরা। অনেক সেলিব্রিটির শুটিংই ক্যান্সেল হয়ে গেছে তাই তারা বাড়িতে রয়েছেন এবং মনোনিবেশ করেছেন বিভিন্ন ঘরের কাজে।এবার যেমন একটি ছবি ভাইরাল হলো যেখানে দেখা গেল যশ এর জন্য রান্না ঘরে গিয়ে খুন্তি হাতে ধরেছেন নুসরাত।

নিজেকে ব্যস্ত রাখার জন্য এবার রান্না করে দেখা গেল ঈশানের মাম্মাকে। সকলেই জানেন যে নুসরাত জাহান রান্না করতে বেশ ভালোবাসেন। তাই এবার আংশিক লকডাউনেও তার অন্যথা হলো না। সাংসদ, অভিনেত্রী, রেডিও সঞ্চালিকা সব দায়িত্ব সামলে রান্নাঘরে বেশি ঢোকা হতোনা অভিনেত্রীর।তবে এবার যখন রাজ্যে পার্শিয়াল লকডাউন শুরু হয়েছে তখন আর না ঘরে আবার মনোনিবেশ করেছেন যশের ঘরনী।

সাম্প্রতিককালের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে নুসরাত জাহানকে দেখা যাচ্ছে অ্যাপ্রন পরে এবং হাতে একটা বিশাল বড় খুন্তি। তিনি কড়াই এর সামনে কিছু একটা রান্না করছেন। একেবারে মাস্টার শেফ এর মত রান্না করছেন তিনি।তার পাশে ছবিতে যশের সামনে বিভিন্ন রান্না করা খাবার দেখা যাচ্ছে। তাই তাদের অনুরাগীরা বলছেন যে নুসরাত যত্ন করে রান্না করে যশকে খাওয়াচ্ছেন লকডাউনে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।

You cannot copy content of this page