টলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী হলেন নুসরাত জাহান। গতবছর তো তার পুরো বিতর্কেই কেটেছে। নিখিল জৈনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছেদ, যশের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠা, তারপরে একসঙ্গে থাকা এবং সন্তানের জন্ম দেওয়া। সবমিলিয়ে গত বছরটা দুর্দান্তভাবে সামলেছেন নুসরাত জাহান।
যতদিন গেছে তাকে নিয়ে চর্চা ধীরে ধীরে কমছে। এখন স্বামী যশ দাশগুপ্ত, যশের আগের পক্ষের ছেলে এবং নিজের গর্ভজাত সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন তারকা সাংসদ নুসরাত জাহান।
দু-তিন দিন আগে বাংলাদেশে এক বিয়ে বাড়ির আমন্ত্রণে গিয়েছিলেন যশ-নুসরত।ছেলেকে কলকাতাতে রেখেই গিয়েছিলেন নতুন মা। বস্তুত সেখানে উপস্থিত ছিলেন সানি লিওন, মিমি চক্রবর্তী,মিত ব্রোস,শেফালী জরিওয়ালা, নার্গিস ফাখরি সহ অনেকে।
সেখান থেকে আমরা যশ দাশগুপ্ত নুসরাত জাহান সকলেরই ছবি দেখেছি।ছবি পোস্ট করেছেন মিমিও। সানি লিওনও বাংলাদেশ থেকে তার ছবি পোস্ট করেছিলেন। তবে এরই মাঝে ঘটল অঘটন।
বিকালবেলা যে হোটেলে নুসরাত ছিলেন তার আশেপাশে কোন গার্ডেন ছিল সেখানে গিয়েছিলেন নুসরাত জাহান। তখন দেখা মিলল কতগুলো বাঁদরের।কয়েকটা বাঁদর নুসরাতকে দেখে পালিয়ে গেলেও একজন আবার গুটিগুটি পায়ে নুসরাতের সামনে এগিয়ে এসেছিল। পুরো ঘটনাটাই ক্যামেরাবন্দি করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন নুসরাত জাহান।







“আগে মা-বাবারা গল্প পড়ে শোনাতেন, এখন বাচ্চারা বিরক্ত করলেই মোবাইল ধরিয়ে দেয়!” “বাচ্চারা চুপ করলেও জ্ঞানের বিকাশ কি হয়?”— বর্তমান প্রজন্মের অভিভাবকদের সংবেদনশীলতা নিয়ে খোঁচা শ্রীকান্ত আচার্যের! প্রজন্মের বদলে যাওয়া শিক্ষার ধরণেও কি খেদ পড়ছে?