নুসরত জাহান। আলাদা করে পরিচয় দিতে হয় না তিনি কে। বাংলা ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী হবার পাশাপাশি তিনি বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছেন কারণ তিনি একজন সাংসদ।
এখানে ব্যক্তিত্বকে প্রায়ই কটাক্ষ এবং সমালোচনার মুখে পড়তে হয় আর এটা নতুন কিছু নয়। নুসরাত সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলেই সেটা যেমন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় তেমন মুহূর্তের মধ্যে তেড়ে আসে হাজার হাজার কটুক্তি।
View this post on Instagram
তবে এবার নায়িকা যেটা শেয়ার করলেন সেটা দেখে অবাক হয়ে যাওয়ার জোগাড় হয়েছে তার ভক্তদের। বিছানার উপর বসে রয়েছেন অভিনেত্রী। বেরিয়ে আছে অন্ত’র্বা’স। হাতে একটা প্লেট এবং তাতে কেক। ছিপছিপে তন্বী ফিগারের অভিনেত্রী ডায়েট না মেনে একগাদা মিষ্টি যে খেতে পারেন সেটা জানা ছিল না।
তবে ছবি দেখে স্পষ্ট নায়িকা মিষ্টি খেতে ভালোবাসেন। আর মাঝে মাঝেই ডায়েট ভুলে মনের মত খাবার খেতে মজে যান তিনি। সেই কেকে কামড়ে বসিয়েছেন নুসরত। তার সঙ্গে ক্যাপশনে লিখেছেন “কুছ মিঠা হো জায়?” একটা নয় প্লেটে সাজানো দুটো বড় কেক। চুল এলোমেলো হয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে যেন ঘুম থেকে উঠেই কেকে কামড় বসিয়েছেন তিনি।
View this post on Instagram






“আগে মা-বাবারা গল্প পড়ে শোনাতেন, এখন বাচ্চারা বিরক্ত করলেই মোবাইল ধরিয়ে দেয়!” “বাচ্চারা চুপ করলেও জ্ঞানের বিকাশ কি হয়?”— বর্তমান প্রজন্মের অভিভাবকদের সংবেদনশীলতা নিয়ে খোঁচা শ্রীকান্ত আচার্যের! প্রজন্মের বদলে যাওয়া শিক্ষার ধরণেও কি খেদ পড়ছে?