টেলিভিশন থেকেও বড় পর্দার জুটি তুলে নেওয়া যায়! ‘গানের ওপারে’র পর এবার ‘মিত্তির বাড়ি’ জুটি আসছে বড়পর্দায়?

গত বছরের নভেম্বর মাসে শুরু হওয়া জ়ি বাংলার ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’ অল্প সময়ের মধ্যেই দর্শকদের ভালোবাসা অর্জন করেছে। চলতি সপ্তাহে এটি টিআরপি তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে। তবে এই সাফল্য শুধুমাত্র কারও একক প্রচেষ্টার ফল নয়, বরং পুরো টিমের সম্মিলিত কাজের ফসল বলে মনে করেন নির্মাতারা।

প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতে, অতিমারির পর দর্শকদের টিভি দেখার অভ্যাসে অনেক পরিবর্তন এসেছে। তিনি বলেন, “এখন দর্শক কাঁদুনি গল্প বা শাশুড়ি-বউমার ঝগড়ার বদলে হালকা মুহূর্ত উপভোগ করতে চান। ‘মিত্তির বাড়ি’ সেই চাহিদা পূরণ করারই চেষ্টা করছে।” তাঁর লক্ষ্য, পুরনো বাংলা সিনেমার আবহ এই ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা। নতুন জুটি আদৃত রায় ও পারিজাত চৌধুরী সম্পর্কে প্রসেনজিৎ জানান, “ওদের আমি ছোটবেলা থেকেই চিনি, ওরা দারুণ প্রতিভাবান।”

এর আগে ‘গানের ওপারে’ ও ‘অদ্বিতীয়া’-র মতো জনপ্রিয় ধারাবাহিক প্রযোজনা করেছিলেন প্রসেনজিৎ, যা বাংলা ইন্ডাস্ট্রিকে নতুন তারকা উপহার দিয়েছিল। আদৃত ও পারিজাতের ক্ষেত্রেও কি তেমন কিছু পরিকল্পনা রয়েছে? উত্তরে তিনি বলেন, “‘গানের ওপারে’র দল নিয়ে আমি পরে সিনেমা বানিয়েছিলাম, এখানেও তেমন কিছু হতে পারে।” পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, এখন আর ছোট পর্দা ও বড় পর্দার মধ্যে তেমন পার্থক্য নেই, বরং প্রতিটি মাধ্যমেই অভিনেতাদের কাজ করা উচিত।

ব্যস্ত অভিনেতা হওয়া সত্ত্বেও তিনি ধারাবাহিকের খোঁজখবর রাখেন। ফোনের মাধ্যমে নিয়মিত চ্যানেল ও টিমের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। তাঁর কথায়, “একটা দীর্ঘ ধারাবাহিকের গল্প সময়ের সঙ্গে বিকশিত হয়। কিছুদিন আগে আমি পরামর্শ দিয়েছিলাম, বাচ্চাদের গল্পের অংশগুলোতে বেশি জোর দিতে।”

ধারাবাহিকের প্রধান চরিত্র ধ্রুব ও জোনাকির ভূমিকায় অভিনয় করছেন আদৃত রায় ও পারিজাত চৌধুরী। সাফল্যের বিষয়ে আদৃত বলেন, “একটা ধারাবাহিকের সাফল্যের পেছনে পুরো টিমের অবদান থাকে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি, দর্শকদের ভালোবাসাই আমাদের প্রেরণা।” অন্যদিকে, পারিজাত মনে করেন, টিআরপি বাড়া বা কমা নিয়ে অতটা চিন্তিত হওয়ার কিছু নেই। তাঁর মতে, “দর্শক যদি আমাদের গল্প উপভোগ করেন, সেটাই সবচেয়ে বড় অর্জন।”

একটি ধারাবাহিকের সাফল্যে গল্প ও চিত্রনাট্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিত্রনাট্যকার শাশ্বতী ঘোষ (রাখি) মনে করেন, “এখনও আমাদের অনেক দূর যেতে হবে, তবে দর্শকদের ভালোবাসা আমাদের অনুপ্রাণিত করছে।” সৃজনশীল পরিচালক দ্বৈপায়ন মজুমদারও একমত হয়ে জানান, “আমরা টিম ওয়ার্কের ওপর জোর দিচ্ছি, রাখিদির দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রত্যেকে কাজ করছে বলেই ভালো ফল পাচ্ছি।”

আরও পড়ুনঃ ইধিকা নয়, জানেন টলিউডের কিশোরীর আসল নাম কি?

গল্পের সাম্প্রতিক পর্বে দেখা গেছে, ধ্রুব ও জোনাকির বিয়ে সম্পন্ন হয়েছে এবং বাবার সঙ্গে মতবিরোধের কারণে ধ্রুব তাকে নিয়ে মিত্তির বাড়িতে ফিরে এসেছে। তবে সামনের দিনে গল্প কোন দিকে মোড় নেবে? চিত্রনাট্যকার ইঙ্গিত দেন, “ধ্রুবর অতীত নতুন চমক নিয়ে আসতে চলেছে।” দর্শকদের উত্তেজনা ধরে রাখতে তিনি এখনই বেশি কিছু প্রকাশ করতে চান না, তবে আশ্বাস দেন, সামনে আরও আকর্ষণীয় মোড় অপেক্ষা করছে।