মন ফাগুন ধারাবাহিকের পর এখনো ও কোনো ধারাবাহিকে শন কে দেখা যায় নি ,এবং এখনো শোনায় যায় নি তার কোনো ধারাবাহিক আসছে কিনা ।
মনফাগুনের আগে শন কে স্টার জলসার ই আরো দুটি সিরিয়াল এ দেখা গেছে ।এখানে আকাশ নীল ,এবং আমি সিরাজের বেগম ধারাবাহিকে ।
মন ফাগুন ধারাবাহিকের পর সে ছুটি কাটাতে লন্ডন যায় ।শন সোশ্যাল মিডিয়াতে বেশ এক্টিভ ,সমস্ত ছবি সে আপলোড করে ।লন্ডনে ঘুরতে যাওয়ার বিভিন্ন ছবি সে আপলোড করে।
লন্ডন থেকে ফিরে আসার পথে একটা ছবি সে আপলোড করেছে এবং লিখেছে বিদায় ও যতদিন না পর্যন্ত তার সাথে দেখা হচ্ছে ততদিন সে মাথায় রাখবে






“বাইরে ভালো মানুষের মুখোশ…কিন্তু ভিতরে ও মানুষ নয়, দা’নব একটা!” “মানসিক নির্যা’তন থেকে বাঁচতে, হাত জোড় করে ছেড়ে দিতে ভি’ক্ষা চাই!”— বিস্ফো’রক অভিযোগে সরব অভিনেতা সুরজিৎ সেনের স্ত্রী রীত মণ্ডল! উঠল নোং’রা মানসিকতার অভিযোগ, প্রকাশ্যে আনলেন চাঞ্চল্যকর তথ্য!