প্রথম ধারাবাহিক ‘ত্রিনয়নী’। তখন থেকেই টলিউডের নিজের অস্তিত্ব প্রমাণ করতে সফল হয়েছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। আর কাজ নিয়ে না হলেও চর্চায় থেকেছেন তাঁর গায়ের রং এবং ব্যক্তিগত জীবন নিয়ে। ‘ত্রিনয়নী’র পরে লীনা গঙ্গোপাধ্যায়ের ‘দেশের মাটি’তে অভিনয়। ধারাবাহিক অনেক দিন শেষ হয়ে গিয়েছে। নতুন ধারাবাহিকের ভিড় লিখেছে সব বাংলা চ্যানেলে। কোথাও নেই শ্রুতির মুখ। কেনো?
দুটো ধারাবাহিকে নিজেকে প্রমাণ করার পরেও আবার কাজের জন্য লড়তে হচ্ছে শ্রুতিকে। এই বিষয়ে এক সংবাদমাধ্যম নায়িকাকে প্রশ্ন করলে তিনি উত্তর দেন যে অন্য রকমের মুখ, অন্য ধারার চরিত্রে সাবলীল বা তথাকথিত নায়িকা নন- এই ধরনের কথা সাক্ষাৎকারে সকলের শুনতে বেশ লাগে।
কিন্তু প্রতি মুহূর্তে সংগ্রাম আর কষ্ট পাওয়ার যুদ্ধটা বোধহয় তাঁর একার। তবে কাজের জন্যে ডাক তিনিও পাচ্ছেন। কিন্তু সেগুলো ক্যামিও চরিত্র বা পার্শ্ব অভিনেতা হিসেবে। একটি ধারাবাহিকে ভালো চরিত্র কাজ পেলেও হঠাৎ করে আবার খবর পান তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। নায়িকা দাবি করছেন টলিপাড়ায় রটে গিয়েছে তাঁর প্রেমিক এবং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের আগামী ধারাবাহিক গৌরী এলোতে থাকছেন তিনি। তাই এই জল্পনা শুনে আর কেউ ডাকছে না নায়িকাকে।
আপাতত কাটোয়ায় নিজের বাড়িতেই সময় কাটাচ্ছেন নায়িকা। কিছু ওয়েব সিরিজ নিয়ে কাজের কথা হলেও দ্বিতীয়বার ডাক আসেনি। তাহলে কি গায়ের রং বাধা হয়ে দাঁড়ালো তাঁর কেরিয়ারে? এদিকে নায়িকা জেদ করেছেন যোগ্য সম্মান দিয়ে ইন্ডাস্ট্রি না ডাকলে তিনি যাবেন না কাজে।