সাইজই আসল! যশের দুষ্ট ইঙ্গিত কার দিকে? লজ্জায় পড়ে গেলো নুসরাত

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এবং টলিপাড়ায় আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। চিনেবাদাম সিনেমা থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন তিনি। অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে পেশাদারী জীবনের বেশ কিছু সিদ্ধান্তের কারণে যশের নাম এখন লোকের মুখে মুখে।

সিনেমার পর এবার নিজের পোস্ট করা ছবিকে নিয়ে আবার আলোচনায় উঠে এলেন এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চাঞ্চল্য ফেলে দিলেন যশ দাশগুপ্ত। লোকে বলছে দুষ্টু ইঙ্গিত। কিন্তু আসল ব্যাপারটা কী?

কফির মগ হাতে দাঁড়িয়ে পোজ দিয়েছিলেন যশ। একাধিক ছবি। একেবারে ক্যাসুয়াল লুক। এরপরে ক্যাপশনে অভিনেতা লেখেন “সাইজ অবশ্যই গুরুত্বপূর্ণ। কেউ ছোট কফির কাপে একটু কফি পান করতে চান না।”

এতে নেটিজেনদের মাঝে অনেকেই বলছে দুষ্টু ইঙ্গিত রয়েছে। ওদিকে আবার নায়কের প্রেমিকা নুসরত জাহান নিজেই কমেন্ট করেন। “আমার মনে পড়ে অনস্ক্রিন জাকির স্যার আপনাকে কফি সার্ভ করেছিলাম” – এমনটাই লিখেছেন নায়িকা।

You cannot copy content of this page