জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই। তার নাম মিঠাইয়ের সুরে যে সবাই মাত একথা এতদিনে সকলেই বুঝে গেছি। জনাই গ্রামের মিষ্টি মেয়ে কলকাতায় এসে মনোহরা দিয়ে মন জয় করে নিয়েছে।
দীর্ঘ 44 সপ্তাহ ধরে টিআরপি রেটিং তালিকায় মিঠাই নিজের শীর্ষস্থান দখল করে রেখেছিল। দুতিন সপ্তাহ আগেই আমরা দেখেছি হেলদি হেঁশেল প্রতিযোগিতায় মিঠাই তোর্সাবুড়ির মুখে ঝামা ঘষে প্রতিযোগিতা জিতে নিয়েছে। ফাইনাল রাউন্ডে সে বানিয়েছিল উচ্ছে বাবু সন্দেশ।সেই সন্দেশ এখন বাজার মাত করে দিচ্ছে।
গতকালই আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, হুগলির শ্রীরামপুরে একটি দোকানে পাওয়া যাচ্ছে উচ্ছেবাবু সন্দেশ। পার পিস ১৫ টাকা। কিন্তু এবার সৌমিতৃষা নিজেই বানাল উচ্ছেবাবু সন্দেশ। সৌমি নিজে পোস্ট করেছে এই ছবি।
যেখানে আমরা দেখতে পেয়েছি যে শটের ফাঁকে সৌমি বানিয়েছে সেই উচ্ছে বাবু সন্দেশ আর গোলাপজাম। নিজের চেষ্টায় অপটু হাতে এই মিষ্টি বানিয়েছে সৌমি। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে।
আর সেই জন্য সে ময়রাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছে। তাদেরকে হ্যাটস অফ যেন সেই বলে যে মিষ্টি তৈরি করা সত্যিই সহজ নয়। সৌমিতৃষার এই পোস্টে ভালোবাসা জানাচ্ছেন সকলে।