সোশ্যাল মিডিয়ায় তারকাদের প্রসংশকরা যেমন থাকেন তেমন তাঁদের নিন্দুকরাও থাকেন সুযোগের অপেক্ষায়। আর এদিকে সেই তারকা যখন শ্রাবন্তী, তখন তাঁর ফলোয়ারদের অভাব নেই। শ্রাবন্তীকে নিয়ে কাটাছেড়া সোশ্যাল মিডিয়ায় খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। এবার আবার বাথটাবে শুয়ে ভাইরাল হলেন এই টলি নায়িকা।
শীতের সকালে নায়িকা উষ্ণতার পারদ চড়ালেন নিজের একটি ছবি পোস্ট করে। নায়িকা বাথটাবে স্নান করছেন শ্রাবন্তী। বলা বাহুল্য, শরীরে পোশাক নেই তাঁর। টলি সুন্দরীর শরীর সাদা ফেনায় ঢেকে রয়েছে। সেইসঙ্গে ছবির ক্যাপশনে অভিনেত্রী ‘ফ্রেশ মর্নিং’ লিখে সকালের শুভেচ্ছা জানালেন সকলকে। এই ছবি পোস্ট করার পরেই নেটিজেনদের প্রশ্ন ছবি কে তুললো? আবার কেউ কেউ বলছেন যে বাবা এত সকালে স্নান, তাঁকে দেখে নেটিজেনদেরই যেনো ঠান্ডা লাগছে।
View this post on Instagram
বলা বাহুল্য, নায়িকা কখনোই তাঁর নিন্দুকদের সমালোচনার উত্তর দেন না। কে কী বললো তা নিয়ে যে মাথা ব্যথা নেই নায়িকার, সেটা এতদিনে স্পষ্ট হয়ে গিয়েছে। এবারও নেটিজেনদের প্রশ্নের বা কোনো কমেন্টের কোনো উত্তর দেননি শ্রাবন্তী। তাঁর কাছে যেটা ঠিক তিনি সেটাই করেন একেবারে নির্দ্বিধায়। অর্থাৎ নিজের জীবন সম্পর্কে একেবারে বিন্দাস ভাবনা-চিন্তা নায়িকার।






‘পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালিয়েই যাচ্ছিল, অবসাদ থাকলেই যা খুশি করা যায় না!’ ‘মান’সিকভাবে অ’সুস্থ হলেও সীমা মানতে হয়, লেবুটা এমন কচলাবেন না যাতে তেতো হয়ে যায়!’– ঋজুকে নিয়ে মানসীর স্মৃতিচারণে সামনে এলো নতুন বিতর্ক, বিভিন্ন ম্যাসেজ করে উত্তপ্ত করেছেন অভিনেত্রীর বোনকে!