শাড়ির ফাঁক দিয়ে স্পষ্ট পেটের ট্যাটু! হিন্দি গানে তুমুল নেচে ভাইরাল মন ফাগুনের পিহু তথা সৃজলা
স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মন ফাগুন। সেই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছে সৃজলা গুহ এবং শন বন্দোপাধ্যায়। তাদের খুনসুটি ভরা সম্পর্ককে বেশ পছন্দ করেছে দর্শক। তবে কেউ কেউ আবার এও বলেছে যে অন্য এক ধারাবাহিকের অনুসরণে তৈরি করা হয়েছে এটি। তবে তার বাইরে পিহু এবং ঋষিকে বেশ পছন্দ দর্শকদের।
সৃজলা অভিনয় জগতে পা রাখে এই ধারাবাহিকের মাধ্যমেই। এর আগে মডেলিং করত নায়িকা। তবে প্রথম কাজের মধ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে সে। এর পাশাপাশি তার সোশ্যাল মিডিয়ায় ফ্যানবেস রয়েছে বেশ ভালো। নিজের ছবি বা নাচের ভিডিও শেয়ার করে সে মাঝে মাঝেই।
এবার নতুন গান ‘এথে আ’তে সে নাচ করে ভাইরাল হয়েছে। ভারত ছবির গান এটি। হলুদ সিফনের শাড়ির মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে তার পেটের ট্যাটুটি। নিজের মেকআপ রুমেই ভিডিওটি করেছে সে। বিভিন্ন ট্রেন্ডিং গানের সাথে পারফর্ম করে সে মাঝে মাঝেই। এখন এই গানটি ট্রেন্ডে থাকায় তা বেছে নিয়েছে অভিনেত্রী।
View this post on Instagram