দূর্বা বন্দোপাধ্যায় অতীত, শ্রীজাত প্রেমের সম্পর্ক এখন শ্রীলেখা মিত্রের সাথে, দিলেন সরাসরি শোয়ার প্রস্তাব

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনয় পাশাপাশি সোশ্যাল মিডিয়া যথেষ্ট সক্রিয় তিনি। সময় পেলেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তিনি।

গতকাল নিজের প্রোফাইল থেকে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আরলি মর্নিং ফ্লাইট, ঠিক ভোর ৩টের সময় কেউ ফোন করে জাগিয়ে দিও।’

sreelekha mitra

প্রিয় অভিনেত্রী কে ঘুম ভাঙ্গানোর দায়িত্ব নিতে হামলে পরে সকলেই। এসবের মধ্যেই মজা করে কমেন্ট করেন কবি শ্রীজাত বন্দোপাধ্যায়।আর সেখানে তাদের মজার রসিকতায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়ায়।

sreelekha mitra

শ্রীজাত লিখেছিলেন ‘তুমি আমায় আড়াইটে নাগাদ জাগিয়ে দিও, আমি তিনটে নাগাদ তোমাকে কল করব কেমন’? আর এর জবাবের জন্য মনে হয় একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি। পাল্টা অভিনেত্রী লেখেন তুমি তো আমার পাশেই শুয়ে থাকবে! ওহ বউ জানে না ধরা পড়ে গেলে।’ যদিও এখানেই থেমে থাকেননি শ্রীজাত। তিনি প্রত্যুত্তরে জানান ‘বোঝো! কল করতে গেলে পাশে শুতে হবে কেন? সে তো আর কল থাকবে না তাহলে! গ্যাঁড়াকল হয়ে যাবে’। নেটিজেনদের অনেকে এই মজার কথোপকথনের নাম দিয়েছেন ‘কল নিয়ে কেলো।’

You cannot copy content of this page