‘শ্রাবন্তী চালাক,নেতাদের যা দেওয়ার দিয়েছে,নেতাদের থেকে যা পাওয়ার পেয়েছে’, অ’শ্লীল খোঁচা দিলেন এই বর্ষীয়ান নেতা
দীর্ঘদিন ধরেই বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটাক্ষ করেছেন তথাগত রায়। শ্রাবন্তী-তনুশ্রীদেরকে নিয়েও সমালোচনা করেছিলেন। জয়প্রকাশ দল ত্যাগ করতেই আবার শ্রাবন্তীকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন তথাগত।
তথাগত রায় একটি টুইট করেছেন সেখানে লেখা,”শ্রাবন্তী, সব্যসাচী দত্ত, বাবুল সুপ্রিয়, রাজীব, মুকুল, জয়প্রকাশ। সকলেরই এক রুটিন। দিন তিনেক স্টেজে উঠে উচ্ছ্বাসে ভেসে যাওয়া, তারপর নিস্তরঙ্গ জীবন। এর মধ্যে শ্রাবন্তীই সবচেয়ে চালাক। যা দেবার অকাতরে দিয়েছে, যা পাবার পেয়েছে, তারপর পেশায় প্রত্যাবর্তন, বাই বাই রাজনীতি!” তথাগত রায় আগেই বলেছিলেন যে অর্থের বিনিময়ে বহু তারকা রাজনীতিতে যোগ দিচ্ছেন। আর বিজেপিও বহু তারকাকে প্রার্থী করছে।
শ্রাবন্তী, সব্যসাচী দত্ত, বাবুল সুপ্রিয়, রাজীব, মুকুল, জয়প্রকাশ। সকলেরই এক routine। দিন তিনেক স্টেজে উঠে উচ্ছ্বাসে ভেসে যাওয়া, তারপর নিস্তরঙ্গ জীবন। এর মধ্যে শ্রাবন্তীই সবচেয়ে চালাক। যা দেবার অকাতরে দিয়েছে, যা পাবার পেয়েছে, তারপর পেশায় প্রত্যাবর্তন, বাই বাই রাজনীতি !
— Tathagata Roy (@tathagata2) March 9, 2022
সব্যসাচী দত্ত, বাবুল সুপ্রিয়, রাজীব বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার– বিজেপি ছেড়ে তাঁরা সকলেই একে একে যোগ দিয়েছেন তৃণমূলে। তবে বিজেপি থেকে বেরিয়ে আসলেও অন্য দলে এখন অবধি যোগ দেননি অভিনেত্রী শ্রাবন্তী। শ্রাবন্তী। সেই কারণে শ্রাবন্তীকে ‘চালাক’ বলেছেন তথাগত এমনটাই মনে করা হচ্ছে। কিছু পেয়েছেন বলেই তিনি গিয়েছিলেন দলে, এই ইঙ্গিত করেছেন তথাগত। এখন আবার অভিনয়ের কাজে ফিরে গিয়েছেন শ্রাবন্তী। এদিকে তথাগতর এই বক্তব্যকে ঘিরে শ্রাবন্তীর কোনো উত্তর পাওয়া যায়নি।
যাদের বিজেপি সম্পর্কে কোন ধারনা নেই তারা পদের লোভে এসেছে আর গিয়েছে, বিজেপি পার্টির এত বড় মন,যা ভাবা যায় না,যে এসেছে তাকে দিয়েছে,কেউ কে ফেরাইনি,শুধু ফিরিয়েছে ,যে মানুষ গুলু পার্টিকে বাঁচাতে চেয়েছিলো।
— Alok Majumdar (@AlokMaj16441789) March 9, 2022