Svf- এর জনপ্রিয় নতুন সিরিয়াল থেকে হঠাৎই বাদ পড়ছে নায়ক! বদলে আসছে ‘অনুরাগের ছোঁয়া’র দিব্যজ্যোতি! শুরু শোরগোল

বর্তমানে একটি ধারাবাহিকের টিআরপির (TRP) স্থান খুবই গুরুত্বপূর্ণ। টিআরপির তালিকায় নিচে নামলে ধারাবাহিকে ইতি টানার সম্ভাবনাও রয়েছে। কারণ এখনকার ধারাবাহিক আগেকার মতো বছর বছর চলে না। টিআরপির এপাশ ওপাশ হলেই একটি ধারাবাহিককে সরিয়ে জায়গা নিয়ে নেয় নতুন ধারাবাহিক। স্টার জলসা ও জি বাংলায় একের পর এক আসছে নতুন নতুন ধারাবাহিক। একে ওপরের কম্পিটিটর যেন তারা।

জনপ্রিয় সব নায়ক-নায়িকাদের নিয়ে আসছে সেই ধারাবাহিকগুলো। কোনটা ছেড়ে কোনটা দেখবে মানুষ। স্টার যেমন এগোচ্ছে, পাল্লা দিয়ে এগোচ্ছে জি বাংলাও। একই স্লটে দুই চ্যানেলে দুই নতুন ধারাবাহিক। টিআরপি-র লড়াইতে এগিয়ে থাকতে একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে আসছে চ্যানেল। ইতিমধ্যে স্টার, জি বাংলা, সান বাংলা নানান নতুন ধারাবাহিক এনেছে, পাশাপাশি বন্ধ হয়েছে বহু ধারাবাহিক।

*কোন ধারাবাহিক?*

বর্তমানে টিআরপির দিকে বিশেষ লক্ষ রাখছে প্রোডাকশন ও চ্যানেল। আর সেই মতো ধারাবাহিকেও আসছে নানান পরিবর্তন। এবার একটি ধারাবাহিকের নায়ককে চেঞ্জ করেদিতে চাইছে টলিউড। ফ্লিম ইন্ডাস্ট্রির নম্বর ওয়ান প্রোডাকশন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অর্থাৎ SVF। এই মুহূর্তে এই প্রোডাকশনের একটি জনপ্রিয় ফ্লিম চলছে স্টার জলসায়। যেটি হল ‘অনুরাগের ছোঁয়া’। অন্যদিকে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর তরফে সান বাংলায় চলছে ‘রূপসাগরে মনের মানুষ’।

*নায়ককে বাদ দেওয়ার কারণ*

এই ধারাবাহিকের নায়ক অভিনেতা দেবায়ন ভট্টাচার্যকে পরিবর্তন করে অন্য নায়ক নিতে চিচেন প্রোডাক্সন হাউস। কিন্তু কেন? শোনা যাচ্ছে, নতুন মুখ দেবায়নকে নিয়ে পর্বের দৃশ্য তোলাতে অনেকটা বেশি সময় চলে যাচ্ছে। টিম মেম্বারের সমস্যার সৃষ্টি হচ্ছে। দেবায়ন বহু বছর অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও এতবড় চরিত্রে অভিনয় জী এটাই প্রথম। আর তাই বিশেষ সমস্যা তৈরী হচ্ছে শুটিং-এ। এরফলে বেশকিছু সমস্যার সম্মুখীন হচ্ছে ‘রূপসাগরে মনের মানুষ’।

*নতুন নায়কের খোঁজে*

তবে এই ধারাবাহিকের উক্ত রোলের জন্য উপযুক্ত নায়ককে খোঁজার জন্য অনেক প্রচেষ্টা করতে হয়েছিল। আর তাই ফের সেই চরিত্রের জন্য নায়ক খোঁজা বেশ চাপের ব্যাপার। আমরা জানি, SVF এর সঙ্গে যুক্ত রয়েছে অনুরাগের ছোয়ার’র দিব্যজ্যোতি দত্ত। তবে কি সান বাংলা তাঁকেই বেছে নেবেন আবার? যদিও ধারাবাহিকের গল্প অনুযায়ী তা হয়তো একটু বেমানান হবে। তাই ফের সেই মানাসই লুক খোঁজা বেশ শক্ত হয়ে পর্বে প্রোডাকশনের জন্য।

You cannot copy content of this page