অল্প বয়সে বিয়ে, মাত্র ১৫ বছরের সন্তানের মা হন! প্রসেনজিতের বোন পল্লবীর জীবন চমকে দেবে আপনাকে
টলিউড ইন্ডাস্ট্রির সুপারহিট নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বোন পল্লবী চ্যাটার্জী (Pallavi Chatterjee)। বর্তমানে তিনি পর্দায় নিয়মিত নন। তবে এক সময় অভিনয় করেছেন তিনি। দাদার আদরের বোন পল্লবীর জীবন সত্যিই উল্লেখ করার মতো। কম বয়সে বিয়ে, তারপর সন্তানের জন্ম। কেমন আছেন তিনি?
পল্লবী চ্যাটার্জির জীবন অবাক করবে আপনাকে!
বুম্বাদার বোন পল্লবী চ্যাটার্জির অভিনয় দর্শক মহলে একসময় সাড়া ফেলেছিল। অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয় দর্শক। সেলিব্রেটিদের জীবনের প্রতি দর্শকদের আগ্রহ থাকে বরাবরই। পল্লবীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। অভিনেত্রীর জীবন সম্পর্কে কৌতূহল রয়েছে অনেকেরই।
অনেক কম বয়সে বিয়ে করেছিলেন পল্লবী। মাত্র ১৩ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। বিয়ের দুই বছরের মাথায় ১৫ বছর বয়সে কন্যা সন্তানের মা হন পল্লবী চ্যাটার্জী। কন্যার নাম রাখেন রিয়া। বর্তমানে পল্লবীর মেয়ে বড় হয়েছে। তিনি এখন বর্তমানে তরুণী।
অনেক ছোট বয়সে বিয়ে করায় পল্লবীর জীবন অতটা সহজ ছিল না। বিয়ের পর শ্বশুরবাড়ি থেকেই স্কুলের পড়াশোনা শেষ করেন। শিখেছেন ক্লাসিক্যাল গান। তারপর ধীরে ধীরে অভিনয় জগতে পা দিলেন তিনি। তবে অভিনেত্রী হিসেবে নিজেকে কখনো আত্মপ্রকাশ করেননি। বরাবর তাকে দেখা গেছে সাইড রোলে। তবুও টলিউডের তিনি পরিচিত মুখ।
আরও পড়ুন: এক মাসের মধ্যেই দেখা, বিয়ে! স্বামীর থেকেও বেশি পছন্দ হয়েছিল শাশুড়িকে! অকপট অপরাজিতা
অভিনেত্রী পল্লবী চ্যাটার্জির মেয়ে রিয়া মা কিংবা মামার মত অভিনয় জগতে নিজের ক্যারিয়ার তৈরি করেননি। তিনি একজন ফ্যাশন ডিজাইনার। কিছুদিন আগেই নিজের শ্বশুরবাড়ির লোকজন দের সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন পল্লবী। রিয়াও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। মাকে ঘিরে ও কর্মজীবন নিয়ে রীতিমতো ব্যস্ত থাকেন তিনি।