রিয়াজ লস্কর (Riaz Laskar), প্রাথমিকভাবে এই ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটর হিসেবে চিনলেও বর্তমানে টেলি জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। প্রসঙ্গত বলা যায়, স্টার জলসার (Star Jalsha) ‘গাঁটছড়া’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি লাভ করে বিনোদন জগতে। এই সময়ের কুনাল চরিত্র হয়ে উঠেছিল যেন ঘরের ছেলে।
বর্তমানে এই অভিনেতাকে বিভিন্ন ধারাবাহিকের গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। এই মুহূর্তে অভিনেতাকে দেখা যাচ্ছে জি বাংলার ‘পরিণীতা’ সিরিয়ালে। আর এই সিরিয়ালকে কেন্দ্র করেই অভিনেতার দেওয়া এক ইন্টারভিউ ভাইরাল হয়েছে নেট পাড়ায়। আড্ডা থেকে কাজ সবকিছু নিয়েই আলোচনা করতে দেখা যাচ্ছে সাক্ষাৎকারে।
বলাই বাহুল্য, টিভির পর্দা ছাড়া অভিনেতাকে তাঁর ভ্লগের মাধ্যমে দেখতে পায় লক্ষাধিক নেটিজেন। আবার ভ্লগিংয়ের মাধ্যমেই তার জীবনের খুঁটিনাটি বিষয় থেকে পরিবারে ঘটতে থাকা যাবতীয় কিছু জানতে পারে তাঁর অনুরাগীরা। সাক্ষাৎকারী শুটিং ফ্লোরের কাজ নিয়ে জিজ্ঞাসা করার তিনি বলেন, তাঁরা দিনে ১৪ঘন্টা ফ্লোরে সময় কাটায় বলে কাজের ফাঁকে ফাঁকে মজা করার সময়টুকু বার করে নেয়।
আরও পড়ুনঃ “সুপারস্টার নামটাই ওর জন্য অভিশাপ হয়ে গেছে…” মাস্টার তাপুর বর্তমান অবস্থা দেখে প্রচন্ড কষ্টে চিরঞ্জিত চক্রবর্তী!
অন্যদিকে আবার সোশ্যাল মিডিয়ার মন্তব্যের কটাক্ষ নিয়ে প্রশ্ন উঠলে বলেন, এটা একটা ওপেন প্লাটফর্ম। এখানে সবাই সবার মন্তব্য করতেই পারে তবে, যে মন্তব্য গুলোর উত্তর দেওয়ার প্রয়োজনবোধ হয় সেগুলোরই উত্তর দেন। রিয়াজকে গাঁটছড়া এবং পরিণীতা ছাড়াও মাঝে আকাশ আটে ‘সাহিত্যের সেরা গল্প’-এর দুটি গল্পে অভিনয় করতে দেখা গেছে।
এই ইন্টারভিউ এর মাধ্যমে কথায় কথায় অভিনেতা জানালেন, তিনি রয়েছেন একেবারে সিঙ্গেল। কাজের জায়গাতেও পছন্দ হয়নি কাউকেই। রিয়াজকে এই মুহূর্তে বিভিন্ন ধারাবাহিকের পার্শ্বচরিত্র দেখা গেলেও অনেক দর্শকদের মনে প্রশ্ন থাকে তাঁকে কবে মুখ্য চরিত্রে দেখতে পাবেন?