Trina Saha: আবার প্রেমে পড়েছেন তৃণা সাহা! ভিডিও করে জানালেন মনের কথা! স্বামী নীল ভট্টাচার্য জানেন তো?

বাংলা টেলিভিশনের দুনিয়ায় তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য জনপ্রিয় দুটি নাম। স্বামী-স্ত্রী হওয়া ছাড়াও দুজনেই বাংলা টেলিভিশনের দুটি অতি জনপ্রিয় মুখ। দুজনের প্রেম এবং অভিনয় দুটোই মুগ্ধ করেছে দর্শকদের। দীর্ঘ একটা সময় প্রেম করার পর দুজনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন এবং তাদের দাম্পত্য যে খুবই সুখের সেটা তাদের পোস্ট দেখলেই বোঝা যায়।

মাঝে মাঝে স্বামী নীল অথবা স্ত্রী তৃণা একে অপরের সঙ্গে ছবি বা ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার তৃণা এমন একটি ভিডিও শেয়ার করলেন যেটা দেখে চমকে উঠেছে দর্শকরা। তিনি নাকি প্রেমে পড়েছেন। তাও আবার লুকিয়ে লুকিয়ে।

বিষয়টা কি সত্যি? হ্যাঁ, ভিডিও শেয়ার করে মনের কথা সকলকে জানিয়ে দিয়েছেন অভিনেত্রী। এদিকে বাড়িতে রয়েছে স্বামী নীল ভট্টাচার্য। স্বামী কি জানে স্ত্রীর মনের এই গোপন কথা?

না না, ভয়ের কিছু নেই। অভিনেত্রী প্যায়ার হুয়া চুপ কে সে হিন্দি গানের সঙ্গে একটি রিল ভিডিও তৈরি করেছেন। গুনগুনের instagram এ চোখ রাখলে এই ভিডিও দেখতে পাবেন আপনারা। যদিও নিজে সেই গান গাননি। তবে এই গানের মধ্যে দিয়েই মনের কথা প্রকাশ করে দিলেন তিনি।

কাকে মন দিয়ে বসলেন অভিনেত্রী? নিজেই দেখে নিন সেই ভিডিও।

You cannot copy content of this page